সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ী অঞ্চলের প্রত‍্যন্ত গ্রামাঞ্চল পঞ্চাধ্বজীর পঞ্চাধ্বজী মাধ‍্যমিক শিক্ষাকেন্দ্র পড়াশুনা ও সংস্কৃতি নিয়ে এগিয়ে চলছে। শনিবার, বিদ‍্যালয় প্রাঙ্গনেই আয়োজিত হয় নবম বর্ষ বার্ষিক মিলাদ উন নবী অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রী, অভিভাবক-অভিভাবিকা ও পার্শ্ববর্তী এলাকার মানুষদের মধ‍্যে বেশ উন্মাদনা দেখা যায়। এদিন সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ মিলাদের মাধ‍্যমেই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওকড়াবাড়ী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বজলে রহমান মহাশয়। এছাড়াও, উপস্থিত ছিলেন পঞ্চাধ্বজী গ্রামের পঞ্চায়েত আজিদুল হক, প্রাক্তন পঞ্চায়েত সুরৎজামাল হক প্রমুখ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাম থেকে আগত মৌলানা তাজ আনসারী ও মৌলানা রমজান আলী। 

মিলাদ মাহফিল ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে বিদ‍্যালয়ের ছাত্রছাত্রীরা কোরান পাঠ, গজল, আবৃতি, সমবেত গজল ইত‍্যাদি ইভেন্টে অংশগ্রহন করে অনুষ্ঠানকে সাফল‍্য মন্ডিত করে তোলে। এছাড়াও, বিদ‍্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল নজরকাড়া। শুধু ছাত্রছাত্রীরাই নয়, বিদ‍্যালয়ের শিক্ষক সহিদুল হকের গজল পরিবেশন অনুষ্ঠানকে অন‍্য মাত্রায় পৌঁছে দেয়। 

পঞ্চাধ্বজী এলাকার বাসিন্দা আব্দুল রফিক জানান, "বিদ‍্যালয়ের শিক্ষকদের নিপুন কর্মদক্ষতা ও সহায়তায় গ্রামের বাচ্চারা সঠিকভাবে পঠন পাঠন করছে। এই বিদ‍্যালয় থেকে অনেক মেধাবী ছাত্রছাত্রী সাফল‍্যের চূড়ায় পৌঁছে গেছে। এরজন‍্য শিক্ষকদের আন্তরিকভাবে অসংখ‍্য ধন‍্যবাদ। সঠিক পঠন পাঠন ও নিয়মানুবর্তীতাই বাচ্চাদের পড়াশুনায় আগ্রহী করে তোলে।" 

বিদ‍্যালয়ের প্রাক্তন ছাত্রী মিত্তিকা খাতুন বলেন, "শিক্ষকদের ভালোবাসায়, ওনাদের টানে আজ মিলাদ উন নবী অনুষ্ঠানের দিন ফিরে আসা। এখানে এসে খুব ভালো লাগছে। শিক্ষকদের সহযোগিতায় আজ ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ‍্যালয়ে একাদশ শ্রেণিতে পড়লেও শিক্ষকদের প্রতি যেমন রয়েছে শ্রদ্ধা তেমনি ওনাদের ভালোবাসায় পড়াশুনা চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি।"