![]() |
Pic source: twitter |
নোবেলা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত চিনের উহান ও চংকিংয়ের বাতাসে সালফার ডাই অক্সাইডের পরিমাণ মারাত্মক বেশি। এমনি দাবি করে টুই্যটারে @inteldotwav থেকে একাধিকবার টুই্যট করেছে। দাবি করা হয়েছে windy.com ওয়েবসাইটে বলা হয়েছে এ তথ্য।
পাওয়ার প্ল্যান্ট গ্যাস নির্গমন, স্থানীয় প্রশাসনের পশুবর্জ্য ও আবর্জনা পোড়ানো, করোনা ভাইরাসে আক্রান্তদের নির্বিচারে পুড়িয়ে দেওয়া এই তিনটি কারণে বাতাসে সালফার ডাই অক্সাইডের পরিমান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, মানবদেহে পোড়ালে সালফার ডাই অক্সাইড নির্গত হয়।
এ নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে।
দ্য সান তাঁদের একটি রিপোর্টে শিরোনাম করেছে, 'প্রমাণ জ্বালানো হচ্ছে।' দ্য ডেইলি মেল শিরোনাম করে, 'স্যাটেলাইট ইমেজে কি চিনের মানুষ মৃত্যুর হিসেব দিতে পেরেছে? সালফার ডাই অক্সাইড কি উহানের আকাশে বেশি করোনা আক্রান্তদের পোড়ানোর জন্য!' আরও অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যমই এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
Data from https://t.co/oDMad8pquE shows a massive release of sulfur dioxide gas from the outskirts of Wuhan, commonly associated with the burning of organic matters. Levels are elevated, even compared with the rest of China. pic.twitter.com/XgBfJd7dDS— INTELWAVE🌊 (@inteldotwav) February 8, 2020
করোনাভাইরাসে আক্রান্ত মানুষদের নির্বিচারে পুড়িয়ে দেওয়ার কারণেই সালফার ডাই অক্সাইডের পরিমান বেড়ে যাওয়া নিয়ে যে তথ্য বাজারে চলছে, তা সম্পূর্ণ ভুয়ো।
তবে,চিনের করোনাভাইরাসে প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে। করোনা ভাইরাসের জন্য যে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে তা নিয়ে কোনো প্রমান মেলেনি।
Social Plugin