স্থানীয় সূত্রের খবর অনুযায়ী আজ বিকেল সাড়ে চারটে নাগাদঅটো গাড়ি গঙ্গাসাগর এলাকার পাখিরালা মোড় নিকট ঠিক বামন খালী থেকে পাঁচ মিনিট ১  কিলোমিটার দূরে নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিক্সাটি একটি টদোকান ঘরে ঢুকে পরে।

গুরুতর আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে স্থানীয় সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটায়  চিকিৎসক কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটাল এ স্থানান্তরিত করে।গাড়ির চালক পলাতক।।ট