ময়নাগুড়ির নাবালিকা ধর্ষণের অভিযুক্তের ফাঁসির দাবিতে মিছিল হেলাপাকড়ী নাগরিক মঞ্চের 

SER-10, ময়নাগুড়ি, ৫ফেব্রুয়ারি: আমরা সকলকেই অবগত আছি যে গত বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের একদম শেষ সীমানা বরাবর এবং অপরদিকে কোচবিহার জেলার মেখলিগঞ্জের খেতাবেচার সংলগ্ন তারারবাড়ি নামে এক জায়গায় মেখলিগঞ্জের শাহানুর আলম নামে এক যুবক ১৩ বছরের একটি নাবালিকা মেয়েকে ফাকা মাঠে একলা পেয়ে ধর্ষণ করে এবং পালিয়ে যায়। এবং পরে পরিবারের লোকেরা মেয়েটিকে উদ্ধার করে এবং জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। অন্যদিকে সেদিনের ওই রাত থেকেই গা ঢাকা দিয়েছে সেই যুবক। সেই যুবকের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। গত সোমবার মোবাইল ট্র‍্যাক করে ময়নাগুড়ির সাপ্টিবাড়ী এলাকা থেকে অভিযুক্ত সাহানুর আলমকে গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, আদালতের কাছে ১৪ দিনের জেল হেফাজতের আর্জি জানানো হয়েছে। আজ সেই সাহানুর আলমের ফাঁসির দাবিতে হেলাপাকড়ী নাগরিক মঞ্চের পক্ষ থেকে গোটা হেলাপাকড়ী বাজার পরিক্রমা করে হেলাপাকড়ী নাগরিক মঞ্চ।

তাদের দাবি, "অভিযুক্ত সাহানুর আলমের ফাঁসি চাই। অভিযুক্তের ফাঁসি না হওয়া পযর্ন্ত আমাদের এই আন্দোলন চলছেই চলবে। অবিলম্বে সাহানুরের ফাঁসি চাই।"