আগামী পৌরসভা ভোটে তৃণমূলের ঘুম উড়াতে বিজেপির শ্রমিক সংগঠনের দেয়াল দখল
রবীন মজুমদার, দক্ষিণ 24 পরগনাঃ আরামবাগ জেলার BJMTU সভাপতি শুভাশীষ দত্ত জানান -'আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে ১ ও ২ ওয়ার্ডে দেয়াল লিখন এছাড়াও আরো অন্যান্য ওয়ার্ডে দেয়াল দখল হচ্ছে, শ্রমিক শ্রেণীর মানুষ কর্ম স্থানে শ্রমিক সংগঠন চালাবে আর রাস্তায় নামবে।' বিজেপি তথা মাননীয় নরেন্দ্র মোদী জীর হাত শক্ত করতে BJMTU আরামবাগ জেলা সভাপতি শুভাশীষ দত্ত আরও বলেন- "শাসকের শোষণ আমরা মুক্ত করবো নরেন্দ্র মোদীজি, দিলীপ ঘোষ মহাশয়ের আশীর্বাদ পশ্চিমবঙ্গ বঙ্গের সকল বিজেপি কর্মীর উপর আছে। এই লড়াই আমরা চালিয়ে যাবো শাসকের শোষণ মুক্ত করতে BJMTU রাজ্য সভাপতি বাবান ঘোষ মহাশয়ের নির্দেশে সকল সংগ্রামে আমরা সামিল হবো এবং পৌরসভা ভোটে সকল প্রচেষ্টা চালাবো মানুষ যাতে করে গণতনতান্ত্রিক অধিকার নিয়ে সুষ্ট ভাবে ভোট দান করতে পারে। এখন তো শাসক এবং বিরোধীরা CAA নিয়ে মানুষ কে ভুল বোজাচ্ছে এর জন্য, সত্যতা তুলে ধরতে প্রচারও চলছে এবং লাগাতার প্রচার চলবে।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊