মার্কিন সেনার এয়ার ওয়ান বিমানে আহমেদাবাদে অবতরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প, সঙ্গে তাঁর স্ত্রী মেলানিয়া। সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দরে প্রেসিডেন্ট ট্র্যাম্পকে স্বাগত জানানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী। ট্র্যাম্প জড়িয়ে ধরে প্রধানমন্ত্রী মোদীকে। এরপর, সবরমতী আশ্রমে পোঁছান ট্র্যাম্প। সবরমতী আশ্রমে ঘুরে ঘুরে দেখান মোদী। এরপর, সবরমতী আশ্রমে ট্রাম্পকে দেখা যায় চরকা কাটতে। তিনি একা নন, সস্ত্রীক চরকা কাটেন ট্রাম্প। কীভাবে চরকা কাটতে হয়, তা মার্কিন প্রেসিডেন্টকে বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশ্রমের এক সেবিকা এরপর ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে হাতে ধরে চরকা কাটতে দেখিয়ে দেন।
US President Donald Trump and First Lady Melania Trump spin the Charkha at Sabarmati Ashram. PM Modi also present. pic.twitter.com/tn43byfBDB— ANI (@ANI) February 24, 2020
আর, সবরমতী আশ্রমের রেজিস্টারে To my great friend Prime Minister Modi লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেসিডেন্ট ট্র্যাম্প।
সবরমতী আশ্রম ঘুরে মোতেরা স্টেডিয়ামের দিকে রওনা দেন ট্রাম্প।Gujarat: US President Donald Trump writes a message in the visitors' book at the Sabarmati Ashram, 'To my great friend Prime Minister Modi...Thank You, Wonderful Visit!' pic.twitter.com/mxpJbSMg4W— ANI (@ANI) February 24, 2020
Social Plugin