সোমবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) তরফ থেকে এক গ্রিন ম্যারাথনের (Green Marathon) আয়োজন করা হয়েছিল যার মূল উদ্দেশ্য ছিল পরিবেশ সচেতনতা। 'ক্লিন সিটি গ্রিন সিটি' বার্তা নিয়ে এসবিআই এর চেয়ারম্যান রজনীশ কুমার এবং কলকাতা সার্কেলের সিজিএম রঞ্জন কুমার পতাকা দেখিয়ে প্রতিযোগিতার শুরু করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত অ্যাথলিট স্বপ্না বর্মন।

SBI এর গ্রিন ম্যারাথনের এটি তৃতীয় সংস্করণ। আজকে প্রায় ১০০০০ প্রতিযোগী দৌড়লেন এই ম্যারাথনে। নিউটাউনের ইকো পার্ক থেকে শুরু হয় ম্যারাথন। সবুজ ভবিষ্যতের বার্তা নিয়ে ৫ কিমি,১০ কিমি এবং ২১ কিমি পর্যন্ত এই ম্যারাথনের আয়োজন করা হয়। ম্যারাথন শেষে গাছের বীজ বপন করাও হল। 'ক্লিন সিটি গ্রিন সিটি' এই ভাবনার প্রচারে অর্গানিক টি শার্টও দেওয়া হয় ম্যারাথনের প্রতিযোগীদের।

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK

আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK

যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com

বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222