![]() |
Pic source: prokerala |
সোমবার থেকে জ্বলছে উত্তর-পূর্ব দিল্লি। CAA সমর্থক ও বিরোধী, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে জাফরাবাদ, ব্রহ্মপুরী, দুর্গাপুরী চক, করদমপুরী, ভজনপুরা, গোকুলপুরীতে হিংসা ছড়িয়েছে। হিংসার জেরে সব মিলিয়ে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। ভাঙচুড়, লুটপাটেরও খবর পাওয়া গেছে। ১জন সাংবাদিক গুলিবিদ্ধও হয়েছে। সব মিলিয়ে অগ্নিগর্ভ রাজধানী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৫ কোম্পানি আধাসেনাও মোতায়েন করা হয়েছে।
এর মাঝেই ভুবনেশ্বরে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে পূর্বাঞ্চলের ৫টি রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৮ ফেব্রুয়ারি ভুবনেশ্বরে পূর্ব নির্ধারিত এই বৈঠকে ওড়িশা, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, বিহার ও সিকিম- এই ৫ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন শাহ।
আমাদের ফেসবুক পেজে জয়েন
হতে ক্লিক
করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত হতে
ক্লিক করুন- CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান
sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে কথা
বলুন- 96092 21222
|
ভুবেনশ্বরে রওনা দেওয়ার আগে দমদম বিমানবন্দরে দিল্লীর অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, "যা চলছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কেন চলছে আমি জানি না। আমরা নজর রাখছি। আমি মনে করি, সবার শান্তি বজায় রাখা দরকার। আমাদের দেশ শান্তির দেশ। মানবতার দেশ। সবাইকে নিয়ে চলার দেশ। ধর্মনিরপেক্ষ দেশ। এখানে হিংসার কোনও স্থান নেই।"
Social Plugin