Latest News

6/recent/ticker-posts

Ad Code

Asia Cup 2025 India Squad : ভারতীয় টি২০ স্কোয়াড ঘোষণা ঘিরে বড় চমক !

Asia Cup 2025 India Squad : ভারতীয় টি২০ স্কোয়াড ঘোষণা ঘিরে বড় চমক ! 


India Asia Cup 2025 squad, T20I team India, Ajit Agarkar selection, Suryakumar Yadav captain, Shubman Gill T20I, Iyer Asia Cup, Jaiswal India team, India cricket squad 2025, Asia Cup UAE, Indian cricket news



টি২০ বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে ভারতের যাত্রা শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৫ দিয়ে, যা আগামী মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের জন্য আজ ভারতীয় টি২০ স্কোয়াড ঘোষণা করতে চলেছে BCCI, আর সেই ঘোষণাকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা। নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের উপস্থিতিতে মুম্বইয়ে এই ঘোষণার মুহূর্ত যেন এক ক্রিকেটীয় নাটকের চূড়ান্ত দৃশ্য।


শুভমন গিলের নাম ঘিরে জল্পনা তুঙ্গে। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে তাঁর দুরন্ত পারফরম্যান্স তাঁকে আলোচনার কেন্দ্রে এনেছে। কিন্তু টি২০ ফরম্যাটে ভারতের বর্তমান দল যে ‘ইনটেন্ট-লোডেড’—অর্থাৎ দ্রুতগতির, আক্রমণাত্মক ব্যাটিংয়ের উপর নির্ভরশীল—তাতে গিলের জায়গা পাওয়া সহজ নয়। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ধারাবাহিকতা নির্বাচকদের ভাবনায় প্রভাব ফেলতে বাধ্য।


শ্রেয়াস আইয়ারের ক্ষেত্রেও একই দ্বন্দ্ব। আইপিএল ২০২৫-এ তাঁর পারফরম্যান্স প্রশংসনীয় হলেও, জাতীয় দলে জায়গা পেতে হলে তাঁকে টপ অর্ডারে থাকা বর্তমান খেলোয়াড়দের চেয়ে আলাদা কিছু প্রমাণ করতে হবে। যশস্বী জয়স্বাল, সাই সুদর্শন, তিলক বর্মা—এই তরুণদের মধ্যে প্রতিযোগিতা তীব্র, আর প্রত্যেকেই নিজেদের জায়গা ধরে রাখার জন্য মরিয়া।


উইকেটকিপার পজিশনেও রয়েছে দ্বন্দ্ব। ঋষভ পন্থ এখনও পুরোপুরি ফিট নন, ফলে জিতেশ শর্মা ও ধ্রুব জুরেলের মধ্যে একজনকে বেছে নিতে হবে। জিতেশের আইপিএল পারফরম্যান্স তাঁকে এগিয়ে রাখলেও, ধ্রুবের টেকনিক্যাল দক্ষতা নির্বাচকদের ভাবনায় জায়গা করে নিচ্ছে।


বোলিং বিভাগ তুলনামূলকভাবে স্থিতিশীল। অর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, এবং রবি বিষ্ণোই নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে জসপ্রিত বুমরাহের ফিটনেস নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। তাঁর অনুপস্থিতিতে হর্ষিত রানা বা তুষার দেশপান্ডের মতো তরুণরা সুযোগ পেতে পারেন।


এই স্কোয়াড নির্বাচন শুধু খেলোয়াড় বাছাই নয়, বরং ভারতীয় টি২০ দলের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার অবসর পরবর্তী যুগে সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলটি নতুন রূপ নিচ্ছে। গত এক বছরে তাঁর অধিনায়কত্বে ভারতের টি২০ দল ২০ ম্যাচের মধ্যে ১৭টিতে জয় পেয়েছে—এই পরিসংখ্যানই বলে দেয়, দলটি কতটা আত্মবিশ্বাসী।


তবে প্রশ্ন রয়ে যায়—এই আত্মবিশ্বাসের ভিত কি অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে থাকবে, না কি তরুণদের উপর ভর করে গড়ে উঠবে এক নতুন ভারত?



এশিয়া কাপে টিম ইন্ডিয়ার সম্ভাব্য ১৫ জনের স্কোয়াড-

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শুভমন গিল, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শ্রেয়স আইয়ার/রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরা, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, কুলদীপ যাদব/ওয়াশিংটন সুন্দর, সাই সুদর্শন/যশস্বী জয়সওয়াল/হর্ষিত রানা, শিবম দুবে/জিতেশ শর্মা/রিয়ান পরাগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code