রবীন মজুমদার, দক্ষিণ ২৪ পরগনা: ধর্মতলা থেকে পাথর গামী বাস এর ভিতর থেকে একটি শিশু উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটে গতকাল রাত আটটা নাগাদ। ধর্মতলা থেকে পাথর যাওয়ার বাসের ভিতরে একটি শিশু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাসন্তী ময়দান এলাকায়।

জানা যায় গতকাল ধর্মতলা থেকে যখন বাসটি ডায়মন্ডহারবার বাস অফিসে এসে থামে তখন ডায়মন্ড হারবার থেকে ওই শিশুটির মা-বাবা শিশুটিকে বাসে রেখে ভুলবশত নেমে পরে। পরে তারা বাচ্চাটিকে খুঁজতে শুরু করে।

বাসটি যখন ডায়মন্ড হারবার থেকে ছেড়ে আসছিল তখন বাসের ভিতর যাত্রীরা দেখল শিশুটি কান্নাকাটি করছে। বাসের ভিতর পাশে বাবা-মাকে না পেয়ে বাসের চালক ও বাসের ভিতরে থাকা যাত্রীরা কাকদ্বীপ হারু পয়েন্ট কোস্টাল থানায় জানায়। বাসটি এসে যখন ঠিক কাকদ্বীপ বাসন্তী ময়দান এলাকায় দাঁড়িয়ে থাকে তখন পুলিশ এসে ওই শিশুটিকে উদ্ধার করে।

একটি প্রাইভেট গাড়িতে করে এসে বাচ্চাটির মা বাবা ওই শিশুটিকে ফিরে পায়। বাসের চালক এবং যাত্রী ও পুলিশের তৎপরতায় ওই শিশুটিকে তার মা বাবার হাতে তুলে দেওয়া হয়।।