Latest News

6/recent/ticker-posts

Ad Code

জামিয়া গুলি কাণ্ডে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ ফেসবুক কতৃপক্ষের



জামিয়া গুলি কাণ্ডে অভিযুক্তের অ্যাকাউন্ট বন্ধ করে দিল Facebook। বৃহস্পতিবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সিএএ-এর বিরুদ্ধে প্রতিবাদের সময় সর্বসমক্ষে গুলি চালিয়েছেন এই ব্যক্তি। Gadgets 360 কে Facebook জানিয়েছে ইতিমধ্যে অভিযুক্তের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রতিবেদন থেকে অভিযুক্তের নাম সরিয়ে ছবি ঝাপসা করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তকে এখনো সনাক্ত করা যায়নি।

গুলি চালানোর আগে অভিযুক্ত Facebook-এ লাইভ স্ট্রিম করছিলেন। চলতি মাসেই সিএএ-এর বিরুদ্ধে চলা প্রতিবাদের বিরুদ্ধে একাধিক স্ট্যাটাস আপডেট পোস্ট করেছিলেন তিনি।

Gadgets 360 কে Facebook-এর এক প্রতিনিধি জানিয়েছেন “যারা এই ধরনের হিংসা করেন তাঁদের জন্য Facebook-এ কোন স্থান নেই। আমরা বন্দুকধারীর অ্যাকাউন্ট ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছি। শীঘ্রই এই ঘটনার সমর্থনে সব পোস্ট সনাক্ত করা হবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code