চাকুরি প্রার্থীদের সুবিধার্থে গণিত বিষয়ের "সরল সুদ" অধ্যায় নিয়ে আলোচনা করলেন একলব্য ইন্সটিটিউট অফ কম্পিটিটিভ এক্সামস ওকড়াবাড়ী শাখার ডিরেক্টর আরিফ হোসেন, (এম. এস. সি. (রা), বি. এস. সি., বি. এড., সহকারী প্রধান শিক্ষক নবোদয় গুরুকুল, সি. ই. ও. অফ সার্কেল)। 

একলব্য পরীক্ষা প্রস্তুতি -এর গণিত বিষয়ে ধারাবাহিক ভাবে বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করবেন তিনি। প্রথম দিন সরল সুদ দিয়েই আরম্ভ করলেন। সরল সুদ -এর আলোচনা ও প্রাকটিস সেট ডাউনলোড করুন-