Latest News

6/recent/ticker-posts

Ad Code

নেই কবিতা-নীলাদ্রি সরকার

নেই কবিতা 
নীলাদ্রি সরকার

আমি নাকি বৃষ্টিতে কাক ভিজি ,
তোমার তবু বাড়ি ফেরার তাড়া 
উত্তুরে ওই হাওয়ায় ওড়ে ঘুড়ি,
আলমোড়াটা ভাঙছে নতুন পাড়া।

খুব করে যদি পিছলে আমি যাই 
আস্তে করে সামলে নিও তুমি 
আমারও যে বাড়ি ফেরার তাড়া 
আস্ত বুকে শুকনো মরুভুমি ~ 

এরপরে আর কী বা ডাকি তোমায় 
মেঘের গায়ে শিউলি কী আর ফোটে ? 
অন্যপাড়ায় আঁকছে চিঠি জোঁনাক 
শূন্য কী আর একের সাথে জোটে ! 

তখন থেকেই বৃষ্টি হয় না আর ,
ভীষন খরা নেই কবিতার দেশে 
ঝর্ণা হয়ে মিশতে যদি পারো ~
জিতবে  আমার কল্পনা সবশেষে।। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code