pic source: the economic time

মৎসজীবীদের সুবিধার জন্য নতুন ডিভাইস তৈরি করলো ISRO । মাঝ সমুদ্রে মৎসজীবীরা দিক হারিয়ে ফেলে, এর জেরে মৎসজীবীরা অন্য দেশের সীমান্ত পেরিয়ে চলে যায় নানান সমস্যার সম্মুখীন হতে হয়। এই লাঞ্ছনা দূর করতেই নতুন ডিভাইসের আবিষ্কার করল ISRO। যার মাধ্যমে মৎসজীবীদের শনাক্ত করে ভারতীয় সীমান্তে আসতে সাহায্য করবে। 

সংসদীয় কমিটির কাছে ভারতীয় নৌসেনা একটি রিপোর্ট পেশ করেছে। যেখানে বলা হয়েছে, ভারতের সাথে আন্তর্জাতিক জল সীমানায় শ্রীলঙ্কা ও পাকিস্তানের সীমান্ত রয়েছে। এই সকল অঞ্চলে যেসব নৌকা যাবে সেগুলিতে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম লাগানোর ব্যবস্থা করা হয়েছে। এই নৌকার উচ্চতা থাকবে ২০ মিটার বা তাঁর বেশি। 

ইশরো এমন একটি মডেল তৈরি করেছে যার মাধ্যমে ট্রান্সপন্ডার ব্যবস্থা আছে। যার মাধ্যমে সমুদ্রে অবতীর্ণ নৌকা গুলির গতিপথ ও অবস্থান সম্পর্কে জানা যাবে ও যোগাযোগও করা যাবে।