পুলিশের পোশাক পরে মন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করে বিতর্কে জড়ালেন রামপুরহাট থানার এএসআই রঞ্জন দত্ত। রবিবার রামপুরহাট থানায় আয়োজিত হয় রক্ত দান শিবির ও পুলিশের তরফ থেকে 'সম্মানীয়' বলে একটি প্রকল্পের সূচনা করা হয়। এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী তথা তৃণমূলের বীরভূম জেলার চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সাধারন সম্পাদক ত্রিদিব মুখোপাধ্যায় ও রামপুরহাট ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পান্থ দাস।
'সম্মানীয়' প্রকল্পের জন্য দুটি দল করা হয়। যার একটির প্রধান রামপুরহাট থানার এএসআই রঞ্জন দত্ত। মঞ্চে রঞ্জন দত্তের হাতে 'সম্মানীয়' প্রকল্পের নিয়মকানুনের কাগজ হাতে তুলে দেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, কাগজ হাতে নিয়েই তাঁকে প্রণাম করেন এএসআই রঞ্জন দত্ত। এনিয়েই বিতর্কের সুত্রপাত।
পুলিশের পোশাকে মন্ত্রীকে প্রণাম করার ইস্যু নিয়ে আসরে নেমেছে বিরোধীরা। বিরোধীদের কটাক্ষ, "রাষ্ট্রশক্তি মাথানত করল তৃণমূলের পায়ে।" পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি তুলছেন বিরোধীরা।
বিতর্কের মাঝে মুখ খুলেছেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "পুলিশের নিয়মে কি আছে জানা নেই। তবে উনি আবেগে প্রণাম করার চেষ্টা করলেও আমি প্রণাম করতে দেইনি। তাছাড়াও, আমার অন্য পরিচয় হল আমি একজন অধ্যাপক। সেই জন্য অনেক ছাত্র আমাকে প্রণাম করে।"
তবে এ বিষয়ে পুলিশের তরফ থেকে কোনোরুপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি
Social Plugin