কাজ না করে টাকা আত্মসাৎ করার চেষ্টা ঠিকাদারের বিরুদ্ধে
নলহাটি একনং ব্লকের পাইকপাড়া গ্রামপঞ্চায়েতের বসন্ত গ্রামের বাসিন্দাদের অভিযোগ বসন্ত গ্রাম এলাকায় জলের সমস্যা আছে দীর্ঘদিন ধরে স্থানীয় নেতাদের আবেদন করে একটি জলের প্রকল্পের অধীনে বসন্ত প্রাইমারি স্কুলের কাছে সাবমারসিবল পাম্প সহ জলের ট্যাঙ্ক করার একটি কাজের বরাদ্দ হয় যারজন্য ১৪ লক্ষ ৬৮ হাজার ৯৫৭ টাকার কাজ পায় সাবির কনস্ট্রাকশন নামের এক ঠিকাদার ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই ঠিকাদার গ্রামে লোক দেখানো দুই একদিন কাজ ছাড়া আর কিছুই করে নি পাথর কাটার কোনো কাজই করে নি বোরিং না করেই কাজ ছেড়ে চলে যায় যারফলে ওই এলাকার স্থানীয়দের জলের সমস্যায় আজও ভুগছে যারফলে ওই গ্রামের প্রায় একশটি পরিবার জলের সমস্যায় ভুগছে । পাশেই রয়েছে প্রাইমারি স্কুল ও হাইস্কুল । বিদ্যালয়ের পড়ুয়াদের পানীয় জলের জন্য দূর দূরান্ত থেকে জল আনতে হয় । এইবিষয়ে স্থানীয়রা মেম্বারকে জানিয়েছে । মেম্বার বলেন, আমাদেরকে ওই ঠিকাদারের অবহেলায় এই কাজ পড়ে আছে মৌখিকভাবে জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের তবে আমরা লিখিত অভিযোগ জানাবো জেলাপরিষদে । স্থানীয় মেম্বার আরো অভিযোগ করেন ওই ঠিকাদার নাকি কাজ না করেই বিলের জন্য আবেদন করেছে তাহলে প্রশ্ন কাজ না করেই কিভাবে বিল পাবে । প্রশাসনকে এই বিষয়ে খতিয়ে দেখতে হবে ।
নলহাটি একনং পঞ্চায়েতসমিতির সভাপতি আসাদুজ্জামান এইবিষয়ে জেলাপরিষদে জানবে বলে জানান । বীরভূম জেলাপরিষদের সভাধিপতি কাজল শেখকে ফোন করা হলে বলেন "গ্রাম থেকে আগেই অভিযোগ এসেছে ওই ঠিকাদারের বিরুদ্ধে । সে কারণেই এই কাজের জন্য ঠিকাদারের বিল আপাতত বন্ধ থাকবে । নতুন করে কাজ করতে হবে ওই ঠিকাদারকে ।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊