![]() |
Pic src: Internet |
বড় সড় ধাক্কা রাজস্থান রয়্যালস শিবিরে, IPL থেকে বাদ পড়ল জোফ্রা আর্চার!
বড় সড় ধাক্কা রাজস্থান রয়্যালস শিবিরে। ডান কনুইয়ে চোটের জন্য শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন জোফ্রা আর্চার। তিনি নামতে পারবেন না IPL 2020 তেও। তিন মাস বিশ্রামে থাকার জন্য বলা হয়েছে ইংল্যান্ডের এই পেসারকে।
আইপিএল থেকে আর্চার ছিটকে যাওয়ায় ক্ষতি হল রাজস্থান রয়্যালসের। ২০১৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল-এ অভিষেক ঘটেছিল আর্চারের। ১৫টি উইকেট নিয়েছিলেন তিনি। ২০১৯ সালের আইপিএল-এ ১১টি উইকেটের মালিক ছিলেন তিনি। তাঁর মতো বোলারকে দলে না পাওয়া বড় ক্ষতি যে কোনও দলের কাছে। IPL-এ রাজস্থান রয়্যালস যেমন আর্চারের অভাব অনুভব করবে তেমনই ইংল্যান্ড তাদের দলে বিশ্বকাপ জয়ী এই তরুন বলারের অভাব অনুভব করবে।
মার্চের ১৯-৩১ পর্যন্ত শ্রীলঙ্কায় দু’টি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। চোটের জন্য দ্বীপরাষ্ট্রের মাটিতে ইংল্যান্ডের হয়ে খেলতে দেখা যাবে না তাকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটিতেই কেবল নামেন আর্চার। কিন্তু কনুইয়ের চোটের জন্য বাকি তিনটি টেস্ট ম্যাচে বিশ্রাম দেওয়া হয় তাঁকে।
আর্চারের চোটের কথা জানিয়েছে ইসিবি। জুনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ রয়েছে ইংল্যান্ডের। সেই সিরিজে ফেরার জন্য দ্রুতই রিহ্যাব শুরু করবেন আর্চার। আর্চারের দ্রুত আরোগ্য কামনা করছে রাজস্থান রয়্যালস।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊