২০০৮ এর ৫ ই ফেব্রুয়ারি দিনহাটায় বাম সরকারের বিরুদ্ধে একাধিক দাবীতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে প্রান হারায় ফরওয়ার্ড ব্লক দলের পাঁচ কর্মী । সেই থেকে এই দিনে পঞ্চ শহীদকে স্মরন করে শ্রদ্ধা জানানো হয় দিনহাটায়।
বাম সরকারের বিরুদ্ধে সেদিন ফরওয়ার্ড ব্লক দলের আন্দোলনের পর দেখতে দেখতে বারো বছর অতিক্রান্ত হয়ে গেলো । এই পঞ্চ শহীদ হলেন প্রদীপ বর্মণ , স্বপন মহন্ত , ইন্দ্রজিত্ চক্রবর্তী , নিরোদ রায় ও নীরেন হালদার । এছাড়াও পুলিশের গুলিতে আহত হয় আরো পঞ্চাশ জনের বেশি কর্মী সমর্থক । এই ঘটনায় পুলিশ ফরওয়ার্ড ব্লক দলের ৪০ জন কর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকি প্রথম সারির কয়েক জন নেতা আগাম জামিন নিয়ে রক্ষা পায় । প্রতি বছর শ্রদ্ধা জানানো হয় ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে । উল্লেখ্য সেদিন সে আন্দলনের নেতৃত্বদেন তত্কালীন ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ ।
বাম সরকারের বিরুদ্ধে সেদিন ফরওয়ার্ড ব্লক দলের আন্দোলনের পর দেখতে দেখতে বারো বছর অতিক্রান্ত হয়ে গেলো । এই পঞ্চ শহীদ হলেন প্রদীপ বর্মণ , স্বপন মহন্ত , ইন্দ্রজিত্ চক্রবর্তী , নিরোদ রায় ও নীরেন হালদার । এছাড়াও পুলিশের গুলিতে আহত হয় আরো পঞ্চাশ জনের বেশি কর্মী সমর্থক । এই ঘটনায় পুলিশ ফরওয়ার্ড ব্লক দলের ৪০ জন কর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকি প্রথম সারির কয়েক জন নেতা আগাম জামিন নিয়ে রক্ষা পায় । প্রতি বছর শ্রদ্ধা জানানো হয় ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে । উল্লেখ্য সেদিন সে আন্দলনের নেতৃত্বদেন তত্কালীন ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ ।
২০০৮ এর সেই ঘটনার পর ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে প্রতি বছর দিনহাটার মহকুমা শাসকের দপ্তরের সামনে পঞ্চ শহীদকে শ্রদ্ধা জানানো হয় ।
২০১৬ অক্টোবর মাসে ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ দল ত্যাগ করে মমতা ব্যান্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃনমূল কংগ্রেসের যোগ দানের পর তিনিও একই ভাবে পঞ্চ শহীদ কে শ্রদ্ধা জানিয়ে আসছেন । এদিনেও ব্যতিক্রম ঘটেনি।
২০১৬ অক্টোবর মাসে ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ দল ত্যাগ করে মমতা ব্যান্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃনমূল কংগ্রেসের যোগ দানের পর তিনিও একই ভাবে পঞ্চ শহীদ কে শ্রদ্ধা জানিয়ে আসছেন । এদিনেও ব্যতিক্রম ঘটেনি।
দিনহাটা তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে দিনহাটা মহকুমা শাসকের করণের সম্মুখে পঞ্চ শহীদের ছবি টাঙ্গিয়ে শহীদ দিবস পালন করা হয় । এদিন, এই শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊