পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের অধীনে দিনহাটা মহকুমার SUB DIVISIONAL COUNCIL FOR SCHOOL GAMES AND SPORTS অনুষ্ঠিত হল দিনহাটার ঐতিহ্যবাহী সংহতি ময়দানে।
এদিন এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিধায়ক উদয়ন গুহ, সেক্রেটারী শ্যামল দাস, জয়েন্ট সেক্রেটারী অনিমেশ সরকার প্রমুখ। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক উদয়ন গুহ ও সেক্রেটারী শ্যামল দাস মহাশয়।
প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মনে এই প্রতিযোগিতাকে ঘিরে বেশ উন্মাদনা দেখা যায়। দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, হাই জাম্পসহ একাধিক প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনের চাহিদা ছিল ব্যাপক। অংশ গ্রহনকারীদের উৎসাহ প্রদানে অভাব ছিল না দর্শকেরও। এছাড়াও, বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষক-শিক্ষিকা মহাশয় ও অভিভাবক অভিভাবিকাদের একাংশের উপস্থিতি চারিদিকে উৎসব উৎসব পরিবেশে মুখরিত করে তোলে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊