২০০৮ এর ৫ ই ফেব্রুয়ারি দিনহাটায় বাম সরকারের বিরুদ্ধে একাধিক দাবীতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে প্রান হারায় ফরওয়ার্ড ব্লক দলের পাঁচ কর্মী । সেই থেকে এই দিনে পঞ্চ শহীদকে স্মরন করে শ্রদ্ধা জানানো হয় দিনহাটায়। 

বাম সরকারের বিরুদ্ধে সেদিন ফরওয়ার্ড ব্লক দলের আন্দোলনের পর দেখতে দেখতে বারো বছর অতিক্রান্ত হয়ে গেলো । এই পঞ্চ শহীদ হলেন প্রদীপ বর্মণ , স্বপন মহন্ত , ইন্দ্রজিত্‍ চক্রবর্তী , নিরোদ রায় ও নীরেন হালদার । এছাড়াও পুলিশের গুলিতে আহত হয় আরো পঞ্চাশ জনের বেশি কর্মী সমর্থক । এই ঘটনায় পুলিশ ফরওয়ার্ড ব্লক দলের ৪০ জন কর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকি প্রথম সারির কয়েক জন নেতা আগাম জামিন নিয়ে রক্ষা পায় । প্রতি বছর শ্রদ্ধা জানানো হয় ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে । উল্লেখ্য সেদিন সে আন্দলনের নেতৃত্বদেন তত্‍কালীন ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ ।

২০০৮ এর সেই ঘটনার পর ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে প্রতি বছর দিনহাটার মহকুমা শাসকের দপ্তরের সামনে পঞ্চ শহীদকে শ্রদ্ধা জানানো হয় । 

২০১৬ অক্টোবর মাসে ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ দল ত্যাগ করে মমতা ব্যান্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃনমূল কংগ্রেসের যোগ দানের পর তিনিও একই ভাবে পঞ্চ শহীদ কে শ্রদ্ধা জানিয়ে আসছেন । এদিনেও ব‍্যতিক্রম ঘটেনি। 

দিনহাটা তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে দিনহাটা মহকুমা শাসকের করণের সম্মুখে পঞ্চ শহীদের ছবি টাঙ্গিয়ে শহীদ দিবস পালন করা হয় । এদিন, এই শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।