আবারও মানবিকতার হাত বাড়িয়ে দিল দিনহাটার "নক্ষত্র সংঘ"। আজ 29 ফেব্রুয়ারি দিনহাটার সাহেবগঞ্জ রোড এলাকায় তাঁরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিল। রক্তদান শিবিরে প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডঃ শান্তনু পাঠক। উপস্থিত ছিলেন দিনহাটা-১ এর পঞ্চায়েত সদস্য শ্রী সঞ্জীব সাহা এবং গোপালনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক শ্রী শঙ্খনাথ আচার্য্য মহাশয়।
আজকের রক্তদান শিবিরে মোট ২৩ জন রক্ত দিয়েছেন যাঁদের মধ্যে একজন মহিলা।
আমাদের ফেসবুক পেজে জয়েন
হতে ক্লিক
করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত হতে
ক্লিক করুন- CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান
sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে কথা
বলুন- 96092 21222
|
"নক্ষত্র সংঘ" এর তরফে শ্রী প্রণববাবু বলেন, 'যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আমাদের এই সংঘের পথ চলা শুরু। এটাই আমাদের প্রথম রক্তদান শিবির। প্রথম বর্ষেই মানুষ যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে তাতে আমরা অভিভূত। এটাই আমাদের ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ যোগাবে।'
Social Plugin