pic source: TOI
সরকারের বিরোধিতা করে বিরোধীদের কাজকর্মকে অনেক সময়ই দেশদ্রোহিতা বলে মন্তব্য করছেন সরকার পক্ষের নেতারা। এমন সময়েই এনিয়ে মুখ খুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক গুপ্তা। 

সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের আয়োজিত একটি সভায় ভাষণ দেওয়ার সময় বিচারপতি দীপক গুপ্তা বলেন, সরকার বিরোধিতা বা বিরুদ্ধ মত প্রকাশ করা মানেই দেশদ্রাহিতা নয়। আমলাতন্ত্র, বিচারব্যবস্থা, সেনা বাহিনীর বিরোধিতাকে দেশদ্রোহ বলা যায় না। সরকারের কাছে জবাবদিহি দেশের মানুষের অধিকার। 

এদিন বিচারপতি গুপ্তা আরও বলেন, বেশিরভাগ ভোট পেয়ে কোনও সরকার ক্ষমতায় আসতেই পারে। কিন্তু তার মানে এই নয় সেই সরকার দেশের সব মানুষের ইচ্ছ অনিচ্ছার প্রতিনিধি। সাধারণ মানুষের অধিকার আছে জড়ো হওয়া ও কোনও কিছুর প্রতিবাদ করা। তাদের কাজ সব সময় ঠিক নাও হতে পারে। পাশাপাশি সরকারও সব সময় ঠিক নাও হতে পারে।
তিনি বলেন, “সবাই যদি ভালভাবে চলার পথে অনুসরণ করে তবে মন ও বিস্তার কোনও বিস্তার ঘটবে না। গান্ধী, মার্কস, মোহাম্মদকে নিন, প্রত্যেকেই পুরানো চিন্তাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন”

তিনি এই মাসে সুপ্রিম কোর্টের দ্বিতীয় বিচারক যিনি ভিন্নমত ছড়িয়ে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 

গত সপ্তাহে বিচারপতি ডিওয়াই চন্দ্রচুদ অসন্তুষ্টিকে গণতন্ত্রের "সুরক্ষা ভালভ" হিসাবে বর্ণনা করেছিলেন।
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222