NRC, NPR, CAA এর বিরোধীতায় বারবার সরব হতে দেখা গেছে প্রায় সকল রাজনৈতিক দলগুলোকে। একদিকে , কেদ্র শাসক দল বিজেপি CAA এর সমর্থনে প্রচারভিযান করছে, দ্বারে দ্বারে CAA সমর্থন করার বার্তা দিয়ে চলছে অপরদিকে, রাজ‍্য শাসকদল তৃণমূল কংগ্রেসসহ বামফ্রন্ট, সিপিআইএম, কংগ্রেস তীব্র বিরোধীতা করে বিক্ষোভ, মিছিল, সমাবেশ গড়ে তুলেছে দিকে দিকে। এদিকে আবার DYFI এর উদ‍্যোগে NRB ফর্ম করার দাবি জানিয়ে প্রচারভিযান চলছে। 


 NRC এর তীব্র বিরোধীতা করে দিনহাটার DYFI উত্তর কন‍্যা অভিযান কর্মসূচীর প্রচার শুরু করলো। NRC এর তীব্র ধিক্কার জানিয়ে NRB করার দাবি তুললেন। NRB এর পুরোকথা NATIONAL REGISTER of BEROJGAR । এদিন DYFI এর নেতৃবৃন্দ দিনহাটার ৭নং, ৮নং, ১৪নং ও ১৫নং ওয়ার্ডে বাড়ি বাড়ি NRB ফর্ম পূরন করার কর্মসূচী আরম্ভ করলো। সাথে সাথেই কর্মসংস্থানের দাবিতে বেকার যুবক-যুবতীদের ১২ই ফেব্রুয়ারী উত্তরকন‍্যা অভিযানে যোগদান করার আহ্বান জানিয়ে চলছেন। এদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১৫নং ওয়ার্ডে এই অভিযান শুরু হয়।