সপ্তাহখানেক আগেই ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের উদ্বোধন করে গেলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল। আমন্ত্রিত ছিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর জেরেই অনুষ্ঠানে হাজির হননি তৃণমূলের অন্যান্য নেতা-মন্ত্রীরা। এককথায়, অনুষ্ঠান বয়কট করেছে রাজ্য সরকার।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত পোস্টার টাঙানো হয়েছে। আর এনিয়ে সাংবাদিক বৈঠকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "এসব পোস্টারবাজির মধ্যে আমরা নেই। তাতে কোনও লাভ হয় না। টিএমসির ইচ্ছে ছিল পুরো কৃতিত্ব নেওয়া। কিন্তু সেটা হয়নি। এক পয়সাও এখানে রাজ্য দেয়নি। পুরোটা কেন্দ্রীয় সরকার করেছে। ঘুরপথে নাম কেনা যায় না।"
ডাক না পেয়ে বিধানসভায় দাঁড়িয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে দুঃখপ্রকাশও করেন মুখ্যমন্ত্রীকে। বিধানসভায় দাঁড়িয়ে মমতা বলেন, "তখন ইউপিএ সরকারে ছিলাম। কষ্ট লাগে। চোখের জল ফেলতে হয়েছিল প্রকল্পের টাকা জোগাড় করতে। আমার ছবির দরকার ছিল না। একটা খবর তো দিতে পারত।" বাবুল সুপ্রিয় পাল্টা তোপ দাগেন, 'মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী।'
ইতিমধ্যে দলের ফেসবুক পেজে মেট্রোর উদ্যোগ নিয়ে প্রচার শুরু করেছে বিজেপি। আর তারপরেই, রাজ্য শাসক দলের পোস্টার নজরে আসে। যদিও পোস্টার পড়েছে বিধাননগর নাগরিকবৃন্দ ও বিধাননগর ক্লাব সমন্বয় কমিটির নামে।
Social Plugin