আজ শুরু হল দিল্লির সিংহাসন দখলের লড়াই। দিল্লি নির্বাচনের প্রাক্কালেই একাধিক ইস্যু নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে অন্যান্য দলগুলি। ইতিমধ্যেই আপ, বিজেপি ও কংগ্রেসের ত্রিমুখী ভোটযুদ্ধের দামামা বেজে উঠেছে। দিল্লি বিধানসভায় মোট ৭০ আসনের লড়াই শুরু আজ।
২০১৫ সালের দিল্লি বিধানসভা ভোটে বিজেপি, কংগ্রেসকে ধরাশায়ী করেছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। ৭০টি আসনের মধ্যে তাঁরা জিতেছিল ৬৭টি আসনে। সেখানে মোদী-শাহের বিজেপি জেতে ৩টি আসনে। তবে, গত বছর লোকসভা নির্বাচনে দিল্লির ৭টি লোকসভা আসনের সবগুলিতেই জয় লাভ করে পদ্ম শিবির।
কিন্তু লোকসভা নির্বাচনের পর মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে ক্ষমতার কুর্সি লাভের স্বপ্ন সফল হয়নি গেরুয়া শিবিরের। এ মুহুর্তে সিএএ-বিরোধী আন্দোলনে জ্বলতে থাকা দিল্লি কি জয় করতে পারবেন মোদী-শাহ? আজ সেই লড়াইয়েই তাকিয়ে গোটা দেশ।
সিএএ-সহ বিভিন্ন ইস্যুতে উত্তাল হয়েছে দিল্লির বিভিন্ন প্রান্ত। এখনও উত্তাল শাহিনবাগের মঞ্চ। এহেন পরিস্থিতিতে নাগরিকদের ভোটদান নিশ্চিত করতে দিল্লি পুলিশের তরফে মোতায়েন করা হল ৪০ হাজার পুলিশকর্মী, ১৯ হাজার হোমগার্ড এবং ১৯০ কোম্পানি আধাসামরিক বাহিনী। এছাড়াও যমুনায় নৌকায় টহল দেওয়ার পাশাপাশি চেক ড্রাইভ এবং ফ্লাইং স্কোয়াডও রাখা হয়েছে।
Social Plugin