মাসব্যাপী কিশামত দশ গ্রাম প্রিমিয়াম লীগ 2020 ক্রিকেট ম্যাচের শুভ সূচনা হল মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে l 

ক্রিকেট খেলে ম্যাচের উদ্বোধন করেন কিশামত দশ গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রী মনমোহন রায়, উপস্থিত ছিলেন মোক্তারের বাড়ী জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক শ্রী দীপঙ্কর দাস ও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ l 

প্রায় দুই মাস ধরে ষোলোটি দল অংশগ্রহণ করবে দিনহাটা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে এই মহারণে l খেলা আয়োজক কমিটির সম্পাদক বাবলা সরকার জানান তিন বছর ধরে তারা এই খেলা আয়োজন করছেন ও KPL নামে জনপ্রিয়তাও পেয়েছেন l আজকের খেলায় বামনহাট হরিরপাঠ ও শৌলমারি ক্রিকেট একাদশ  এর মধ্যে তীব্র লড়াই চলছে l