pic source: oneindia.in
এবারের বাজেটে এসপিজি সুরক্ষার জন্য বরাদ্দ অর্থ ১০ শতাংশ বাড়ানোয় ডিএমকে সাংসদ দয়ানিধি জানতে চান, কতজন নাগরিক এসপিজি ও সিআরপিএফ নিরাপত্তা ভোগ করেন। জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন, বর্তমানে শুধু একজনই এসপিজি নিরাপত্তা পান। তবে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেননি তিনি।এছাড়াও, মোট ৫৬জন সিআরপিএফ নিরাপত্তা পান।প্রসঙ্গত, গতবার সংসদে এসপিজি আইনে সংশোধনী এনে বলা হয়েছে, শুধু প্রধানমন্ত্রীই এসপিজি নিরাপত্তা পাবেন। প্রধানমন্ত্রী পদ থেকে সরার পরেও ৫বছর এসপিজি নিরাপত্তা পাবেন। আগে গান্ধীরা এই নিরপত্তা পেলেও, গত বছর সংশোধনীর পর থেকে সিআরপিএফ সুরক্ষার বন্দোবস্ত হয়েছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্পেশাল প্রটেকশন গ্রুপ বা এসপিজি কভার দিতে প্রতি ২৪ ঘণ্টায় খরচ হয় ১ কোটি ৬২ লক্ষ টাকা। সংসদে লিখিতভাবে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দেশে একমাত্র প্রধানমন্ত্রীই পান মহার্ঘ্য এই সুরক্ষা। গত বছর পর্যন্ত ৪ জন এই সুরক্ষা পেতেন।