Pic source: 24ghanta

১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। চারিদিকেই প্রেমের বাতাবরণ। এই দিনটিকে বিয়ের জন্য ঠিক করলেন আইএএস ও আইপিএস যুগল। 

কাজের চাপ নানান ব্যস্ততায় ছুটি নেওয়া মুশকিল আর তাই অফিসেই বিয়ের স্থান বেছে নিলেন যুগল। উলুবেড়িয়ার মহকুমা শাসক তুষার সিংলা ও পাটনার এএসপি নভজ্যোৎ সানা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তুষার সিংলার অফিসেই। 
Pic source: 24ghanta

প্রথমে পরিচয় ধীরে ধীরে প্রেমে রূপান্তর ও শেষে চার হাত এক করে সারাজীবন পথ চলার অঙ্গীকার করলেন তাঁরা। অফিসে বসেই প্রেমিক তুষার সিংলা প্রেমিকা নভজ্যোৎ সানার সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করলেন। 

দুই পরিবারের সদস্যরা উপস্থিত থেকে তাঁদের আশীর্বাদ করেন।