রবীন মজুমদার, দক্ষিণ 24 পরগনা, সংবাদ একলব্য: আমার মাটি আমার দেশ! মানছি না মানবো না অনুপ্রবেশ! CAA এর সমর্থনে ঠিক এরকমই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি বাবান ঘোষ।

বাবান ঘোষ বলেন - "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 125 কোটি জনতার আশীর্বাদ ও সমর্থনে প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতবর্ষের মানুষকে ভারতের নাগরিকত্বের সুযোগ করে দিচ্ছে। এটা ভারতবাসী হিসেবে আমাদের গর্ব। আমরা যারা ভারতবাসী ভোট দিয়ে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করেছি তার সঠিক যোগ্য সম্মান তিনি রেখেছেন ভারতবাসী হিসেবে আমাদের নাগরিকত্ব দিচ্ছেন। নাগরিকত্ব অধিকার হচ্ছে না খর্ব,  কারণ C A A ভারতবাসীর গর্ব। আমরা পশ্চিমবাংলায় দুটাকা চাল খাওয়ার জন্য আসিনি, আমরা পশ্চিমবাংলায় ঘুষ দিয়ে প্রাইমারি চাকরির জন্য আসিনি, আমরা এসেছিলাম সুস্থ স্বাধীনভাবে বাঁচার জন্য। তাই প্রধানমন্ত্রী যে আমাদের সুযোগটা করে দিচ্ছে CAA আইন জারি করে আমাদের ভারতের নাগরিকত্ব অধিকারটা পাব তার ফলে আমরা ভারতবর্ষে মাথা উঁচু করে বাঁচতে পারব। কারণ আমরা এই দেশের নাগরিক। আর যারা এই দেশে অনুপ্রবেশকারী, বিনা অনুমতিতে যারা এই দেশের ডুকছে, ঢুকে এদেশে কিছুই করছে না আমাদের উপরে উল্টে আর্থিক মন্দার দায়ভার চেপে যাচ্ছে। গোটা পশ্চিমবঙ্গে সাড়ে চার লক্ষ ভুয়ো রেশন কার্ড (৪,৫০,০০০)! ভাবুন আপনাদের রেশনে কারা ভাগ বসাচ্ছে? যারা অনুপ্রবেশকারী তাদের বোঝাও আমাদের টানতে হচ্ছে, কারণ তাদের কোন সক্রিয় পরিচয় পত্র নেই। গাদা গাদা অনুপ্রবেশকারী এদেশে ডুকছে দেশকে সুরক্ষার  ব্যাপারেও দুর্বল করে দিচ্ছে, এর আড়ালে বিভিন্ন দেশ থেকে অযাচিতভাবে অনুপ্রবেশ করছে। আর এরই ফলে ভারতবর্ষে একটি আর্থিক মন্দা বৃদ্ধি হচ্ছে। 

আর তাই শুধুমাত্র একজন বিজেপির নেতা কিংবা সমর্থক হিসেবে নয়, একজন ভারতের নাগরিক হিসেবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সি এ এ এর আমরণ সমর্থন করবো।"

তিনি আরও জানান - "আর সবশেষে একটা কথাই বলবো আমার মাটি, আমার দেশ! মানছি না মানবো না অনুপ্রবেশ!"