Latest News

6/recent/ticker-posts

Ad Code

শৃঙ্খলতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতেই বৈঠকে বার কোড সহ কার্ডের ব্যবস্থা তৃণমূলের


pic source: the hindu

তৃণমূল কংগ্রেসের দলীয় সভায় আমন্ত্রিত নেতা-কর্মীদের কার্ডে বারকোডের ব‍্যবস্থা করল তৃণমূল। 

পুর নির্বাচনের আগে এই প্রস্তুতি বৈঠক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২রা মার্চ। আর সেইদিন সকল নেতা-কর্মীদের বারকোর্ডযুক্ত কার্ড নিয়েই হাজির হতে হবে বলে সূত্রের খবর। 

শৃঙ্খলতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতেই বার কোড সহ কার্ডের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকের প্রস্তুতি হিসেবেই জেলায় জেলায় এই কার্ড বিলি শুরু হয়েছে। 

বৈঠকের জন‍্য যে কার্ড বিলি করা হচ্ছে তাতে সংশ্লিষ্ট পদের সঙ্গে নেতার নাম লেখা রয়েছে। এছাড়াও, কোন গেট দিয়ে স্টেডিয়ামে ঢুকতে হবে এবং কোথায় বসতে হবে তারও বিবরণী দেওয়া রয়েছে ওই কার্ডে।

নতুন এই ব্যবস্থার কারণ বোঝাতে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিযো বার্তাও প্রকাশ করা হয়েছে।

Ad Code