বাঁকুড়ার রবীন্দ্রভবনে প্রশাসানিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিনের বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পৌরসভার চেয়ারম্যানকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন , আপনি কি কোন কাজ করেন না আপনার নামে লোকের এত সমস্যা কেন? একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ এর কাজ হলো মানুষের জন্য কাজ করা মানুষের সাথে ভালো ব্যবহার করা । যদি মানুষের কাছে ভুল করেন তাহলে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ক্ষমা চেয়ে আসবেন । পাবলিক যেন না ভাবে আপনিই বড় হনু , পাবলিক সবথেকে বড় আমরা কেউ নয় ।
এছাড়াও, জেলার প্রশাসনিক কর্তাদের কাজে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একটা প্রজেক্ট তৈরি হলো তিন বছরের মধ্যে ভেঙে পড়ে গেল , কোন কন্ট্রাক্টর কাজ করেছে , ওই কন্ট্রাক্টরকে ওই কাজ করতে হবে এবং এফআইআর করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । তিনি বলেন কন্ট্রাকটারদের জন্যই আমাদের সমস্যায় পড়তে হয় পিএসজি অফিসারদের জন্য সরকারের কেন সমস্যায় পড়তে হবে ।
এদিন মূখ্যমন্ত্রী মোট ৩৭টি প্রকল্পের শুভ উদ্বোধন করেন। যার মোট ব্যয় ৭০৪কোটি ৫২ লক্ষ টাকা। এছাড়াও প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ের ১৫টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি।
Social Plugin