pic source: asianet news bangla

বাঁকুড়ার রবীন্দ্রভবনে প্রশাসানিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ‍্যের মূখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। এদিনের বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

পৌরসভার চেয়ারম্যানকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন , আপনি কি কোন কাজ করেন না আপনার নামে লোকের এত সমস‍্যা কেন? একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ এর কাজ হলো মানুষের জন্য কাজ করা মানুষের সাথে ভালো ব্যবহার করা । যদি মানুষের কাছে ভুল করেন তাহলে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ক্ষমা চেয়ে আসবেন । পাবলিক যেন না ভাবে আপনিই বড় হনু , পাবলিক সবথেকে বড় আমরা কেউ নয় । 

এছাড়াও, জেলার প্রশাসনিক কর্তাদের কাজে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একটা প্রজেক্ট তৈরি হলো তিন বছরের মধ্যে ভেঙে পড়ে গেল , কোন কন্ট্রাক্টর কাজ করেছে , ওই কন্ট্রাক্টরকে ওই কাজ করতে হবে এবং এফআইআর করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । তিনি বলেন কন্ট্রাকটারদের জন্যই আমাদের সমস্যায় পড়তে হয় পিএসজি অফিসারদের জন্য সরকারের কেন সমস্যায় পড়তে হবে ।

এদিন মূখ‍্যমন্ত্রী মোট ৩৭টি প্রকল্পের শুভ উদ্বোধন করেন। যার মোট ব‍্যয় ৭০৪কোটি ৫২ লক্ষ টাকা। এছাড়াও প্রায় ২৫০ কোটি টাকা ব‍্যয়ের ১৫টি প্রকল্পের শিলান‍্যাস করেন তিনি।