আমি যেন অথর্ব
 সুব্রত মিত্র

১৪ই ফেব্রুয়ারিতে
একথোকা গোলাপ হাতে প্রেমের হাসি হাসতে বলোনা আমায়

আমি পারবো না ।
        আমি পারবো না আজকের দিনে জারি করা রাজগুরু ,সুকদেব ,বীর ভগৎ সিংয়ের ফাঁসির আদেশ ফিরিয়ে আনতে
আমাকে তোমরা প্রাণখুলে হাসতে বলো না আজ
    চাইনা সুখের প্রলেপ ,চাইনা ভেদাভেদ ,
       বুঝিনা কোন আইন ; চাইনা ভেলেইন্টাইন্স
         আমার মায়ের কোলে এইদিনে কারা মরলো অবশেষে
             রেখেছো কি তাঁদের ঐ সিংহাসনে ?

কতদিন ? কতদিন ? দেশ আমার রয়ে যাবে পরাধীন
৪৭শে দেশ হয়েছিল স্বাধীন, তবে কিহলো সেদিন ?
                       স্বাধীন ভারতের স্বাধীন মাটিতে
সেনাবাহিনীর ৭৮ টি গাড়ি দিলো যে উড়িয়ে
চারিদিকে কান্নার ঢেউ, মৃত্যুর বেদনায় মাতৃকুলে হাহাকার
৪৪ জন সি আর পি এফ মৃত্যুর প্রতীক্ষায় ,মৃত্যুর যন্ত্রনায় চুরমার

ঐ বেদনা আমাকে ভুলিয়ে দিওনা ।আমি পারবো না ।
   ওরা মেরেছিলো আমাদের অভিনন্দন সেনাকে
      ওরা প্রহারের নামে করে ভারতের অপমান
         আমার সেনার খুনে ওরা করে উল্লাস
             মাগো তুমি কেঁদো না ,
আমি নেই ।আমি নেই ।ওরা ওভাবেই বাঁচে বারোমাস।

আজ আমি অক্ষম ,
            আমি পারছিনা
      শত ,সহস্র ,সেনাদের স্ত্রী ,পুত্র ,সন্তানের হাসি ফোটাতে
তাই আমি পারবো না ,
বৈদেশিক পোশাকে ভেলেইন্টাইন্স ভেলেইটাইন্স বলে চেচাতে।