Latest News

6/recent/ticker-posts

Ad Code

অমারকানন দেশবন্ধু বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বনবান্ধব উৎসব


SER-23, বাঁকুড়া, ১৪ফেব্রুয়ারী:   জন সাধারণের মধ্যে বন ও বন্য প্রাণী  বিষয়ক সচেতনতা বাড়াতে,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বাঁকুড়া বনবিভাগের উদ্যোগে  গঙ্গাজলঘাঁটি ব্লকের  অমারকানন দেশবন্ধু বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বনবান্ধব উৎসব ২০২০।

এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় , অমরকানন দেশব্ন্ধু বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপাতি প্রবীর চক্রবর্তী, হৃদয়মাধব দুবে সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গরা । বিভিণ্ণ ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে রাখা হয় পর্যাপ্ত পুলিশ ।

Ad Code