Latest News

6/recent/ticker-posts

Ad Code

সারা দেশে মদ বন্ধ করার দাবি তুললেন বিহারের মুখ‍্যমন্ত্রী

Pic source: national herald

 ২০১৯ সাল থেকে মদ নিষিদ্ধ হয়েছে বিহারে। কিন্তু শুধু বিহারে হলেই হবে না, সারা দেশে মদ নিষিদ্ধ করার দাবি তুললেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডেইউ নেতা নীতীশ কুমার। উল্লেখ‍্য, তাঁর সরকারের আমলেই বিহারে মদ নিষিদ্ধ হয়েছিল। 



আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন
‘মদ-মুক্ত ভারত’ শীর্ষক সেমিনারে দিল্লিতে বক্তৃতা দিতে গিয়েছিলেন নীতীশ বলেন, “গুটিকয়েক রাজ্যে মদ বন্ধ করলে হবে না। সারা দেশে মদের উপর নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।” গান্ধীজির কথা উল্লেখ করে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, “এটাই ছিল মহাত্মা গান্ধীর ইচ্ছা। তিনি বলেছিলেন, মদই জীবন শেষ করে দিচ্ছে।”

নীতীশ কুমার বলেন, "২০১১ থেকে পরিকল্পনা করে শেষমেশ ২০১৬ সালে গিয়ে তা বাস্তবায়িত করতে পারি।”

অনেকেই নীতীশের দাবিকে সামাজিক থেকে স্বাগত জানালেও, অর্থনৈতিক দিক থেকে অবাস্তব বলে মনে করছেন। দেশের বহু মানুষ এই মদ শিল্প বা ব‍্যবসার সাথে যুক্ত থেকে সংসার চালায়। সেক্ষেত্রে, তাঁদের অনেক সমস‍্যায় পড়তে হবে । 



Ad Code