Latest News

Ad Code

পুনরায় আধার কার্ড বানানোর নির্দেশ জারি করল কেন্দ্র



পুনরায় আধার কার্ড বানানোর নির্দেশ জারি করল কেন্দ্র


কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে শিশুদের জন্য শুরু হতে চলেছে “বাল আধার” কার্ড। ৫ বছর বয়সের শিশুদের জন্য মূলত এই আধার কার্ড। 

সুতরাং যারা ইতি মধ্যেই আধার কার্ড বানিয়ে ফেলেছেন তাদের আবার পুনরায় আধার কার্ড বানাতে হবে। এই নতুন ধরনের আধার কার্ড পরিষেবা নিয়ে আসতে চলেছে UIDAI। ইউআইডিএআই এর তরফ থেকে ইতিমধ্যেই সেই ঘোষণা দেওয়া হয়েছে এই নতুন কার্ডের বিষয়ে। 

প্রকাশ করা হবে নতুন ‘বাল আধার’ কার্ডের ছবিও। জানা গিয়েছে এই আধার কার্ডের ফলে অনেক সুবিধা পাওয়া যাবে।
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222


*তথ্য সংগৃহীত

Ad Code