নতুন পরিষেবা নিয়ে এল গুগল। সার্চ করলেই বিভিন্ন নেটওয়ার্কের চলতি রিচার্জ প্ল্যানের তালিকা নিয়ে আসবে আপনার সামনে। যেখানে থেকে আপনি সহজেই বুঝতে পারবেন কোন রিচার্জে লাভবান হবেন আপনি। তবে এই পরিষেবা আপাতত অ্যান্ড্রয়েড ফোনেই উপলব্ধ।

১.১ বিলিয়ন মানুষ এখন টেলিকম কানেকশন ব্যবহার করেন। যার মধ্যে ৯৫ শতাংশ প্রিপেইড কানেকশন ব্যবহার করেন। এই প্রিপেইড ব্যবহারকারীরা গুগলে মোবাইল রিচার্জ সার্চ করলে একাধিক অপশন একইসঙ্গে পেয়ে যাবে।

কী ভাবে ব্যবহার করবেন?

গুগল ওপেন করুন। সার্চ অপশনে গিয়ে বিখুন “prepaid mobile recharge” বা এমনই কিছু যা দিয়ে বোঝা যাবে আপনি অনলাইন মারফত রিচার্জ করতে চাইছেন।

এরপরই ফোন নম্বর, অপারেটর কোন রিচার্জ করবেন তার তালিকা আসবে

বিশদটি পূরণ করার পরে সাবমিট করতে হবে এবং তারপরে উপলভ্য সমস্ত প্রিপেইড প্ল্যানগুলি ব্রাউজ করতে পারবেন।

এরপর পেটিএম, মবিকিউইক, গুগল পে মারফত রিচার্জ করতে পারবেন।

পেমেন্টের নতুন পেজ খুলবে। যেখানে আপনার রিচার্জ সফল হয়েছে, তার তথ্য দেবে।