পিছিয়ে গেল নির্ভয়াকাণ্ডে দোষী চার বন্দির ফাঁসি। বুধবার দিল্লি প্রশাসনের তরফে দিল্লি হাইকোর্টকে জানানো হয়েছে, ২২ জানুয়ারি ওই চার দণ্ডিতের ফাঁসি কার্যকর করা সম্ভব হবে না।
এ দিন দিল্লির আম আদমি পার্টি সরকার জানিয়েছে, ২২ জানুয়ারি সকাল সাতটায় নির্ভয়াকাণ্ডে দণ্ডিত মুকেশ সিং, পবন গুপ্তা, অক্ষয় সিং ঠাকুর ও বিনয় শর্মার ফাঁসি কার্যকর করা সম্ভব হবে না। জানা গিয়েছে, রাষ্ট্রপতির কাছে ওই চার ফাঁসির আসামি প্রাণভিক্ষার আর্জি জানানোর পরে তা নাকচ হয়ে গেলেও আইন অনুযায়ী ফাঁসির আসামিদের তার পরে ১৪ দিন সময় দেওয়া হয়। সেই নিয়ম মেনেই ২২ জানুয়ারি মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না।
মঙ্গলবার আদালত থেকে নিষ্কৃতি পাওয়ার শেষ আইনি প্রক্রিয়া ভেস্তে যায় ওই চার আসামির। নির্ভয়ার ধর্ষক মুকেশ সিং ও বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট। ফাঁসি রদের শেষ রাস্তা হিসাবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানায় মুকেশ।পরে বাকি চার বন্দিও প্রাণভিক্ষার আবেদন জানিয়েছে।
সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে দাঁড়িয়ে নির্ভয়ার মা আশা দেবী বলেন- "হয় দণ্ডপ্রাপ্তদের আইনজীবী ফাঁসি কার্যকর করতে বিলম্ব করার চেষ্টা করছেন বা আমাদের আইনি ব্যবস্থা অন্ধ এবং অপরাধীদের সমর্থন করছে। আমি 7 বছর ধরে লড়াই করছি। আমাকে জিজ্ঞাসা করার পরিবর্তে আপনাদের সরকারকে জিজ্ঞাসা করা উচিত যে ২২ জানুয়ারি দোষীদের ফাঁসি দেওয়া হবে কি না। "
সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে দাঁড়িয়ে নির্ভয়ার মা আশা দেবী বলেন- "হয় দণ্ডপ্রাপ্তদের আইনজীবী ফাঁসি কার্যকর করতে বিলম্ব করার চেষ্টা করছেন বা আমাদের আইনি ব্যবস্থা অন্ধ এবং অপরাধীদের সমর্থন করছে। আমি 7 বছর ধরে লড়াই করছি। আমাকে জিজ্ঞাসা করার পরিবর্তে আপনাদের সরকারকে জিজ্ঞাসা করা উচিত যে ২২ জানুয়ারি দোষীদের ফাঁসি দেওয়া হবে কি না। "
Asha Devi, mother of 2012 Delhi gang-rape victim: Either lawyers of the convicts are trying to delay execution or our system is blind & is supporting criminals. I'm struggling since 7 years. Instead of asking me, you should ask the govt if convicts will be hanged on Jan 22 or not https://t.co/f1T8QBZMVo pic.twitter.com/3hgAPcwUYY— ANI (@ANI) January 15, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊