২০১৯ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী রোহিত শর্মাকে বছরের সেরা একদিনের ক্রিকেটার হিসাবে নির্বাচন করল বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। রোহিত শর্মা একদিনের ম্যাচে ব্যাট হাতে গত বছর মোট ৭টি শতরান হাঁকিয়েছেন, যার মধ্যে ৫ টি শতরানই করেন ২০১৯ সালে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপে।

এদিকে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে "স্পিরিট অফ ক্রিকেট" পুরস্কারে সম্মানিত করতে চলেছে আইসিসি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের প্রতি সম্মান প্রদর্শন করার জন্যে দর্শকদের প্রতি ইঙ্গিত করেন। তাঁর এই আচরণেই খুশি হয়ে ওই পুরস্কার দিচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

     ওদিকে টেস্ট ক্রিকেটে স্বপ্নের পারফরমেন্স করা অস্ট্রেলিয়ার মার্নাস লাবুসচাগেনকে বছরের সেরা পুরুষ উদীয়মান ক্রিকেটার হিসাবে নির্বাচিত করেছে আইসিসি।

      ২০১৯ এর ইংল্যান্ড বিশ্বকাপ জয়ের মূল কাণ্ডারি বেন স্টোকস বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন।

 বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এর নাম ঘোষণা করেছে আইসিসি। গত মরসুমে টেস্ট ক্রিকেটে ৫৯ টি উইকেট নিয়েছেন কামিন্স।

   টি-টোয়েন্টি পারফরম্যান্স অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন ভারতের দীপক চাহার। হ্যাটট্রিক সহ বাংলাদেশের বিরুদ্ধে ৭ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।