উত্তরের গুণী সুজন ধৃতিশ্রী রায় 
শুভাশিস দাশ 


খবর পড়ার সুবাদে উত্তরের বিস্তীর্ণ অঞ্চলের এক পরিচিত মুখ আজকের গুণী সুজন ধৃতিশ্রী রায় । এটুকু বলেই শেষ করা যাবে না । 

উত্তরবঙ্গের কৃষ্টিকে বাঁচাতে যে কজন গুণী মানুষ নিরলস কাজ করে যাচ্ছেন তাঁদের মেধা মননে তাঁর মধ্যে অবশই একজন ধৃতিশ্রী রায় । 

ঘর সংসার সামলে তাঁর লেখার ধারা নিয়মিত । 
কোচবিহারী ভাষায় তাঁর কবিতা হৃদয় কে স্পর্শ করে । এই মুহূর্তে তিনি একজন উত্তরের অন্যতম মুখ । 
কোচবিহারী ভাষায় তাঁর বইও প্রকাশ পেয়েছে । তিনি তাঁর কবিতায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের কথা যেমন বলেন তেমন সমাজকে এগিয়ে নিতে শিক্ষার যে বড় ভূমিকা সে কথাও কবিতায় তিনি তুলে ধরেন- 
' যতন করি রতন রাখো 
কেনো তালা , আলমারী 
বেটা বেটিক বৈ পড়ান 
সমাজ হৈবে ঝকমারী । ' 
কিংবা 
' উঠেক বাপৈ 
পড়েক বৈ 
ন্যাঙরা বান্দা 
ছাড়েক মৈ । 
ডাঙর হৈলে বাবু 
চেয়ার কোনা পাবু । ' 


এই বাচিক শিল্পী এবং কবি ধৃতিশ্রী রায় এগিয়ে চলুক এই শুভ কামনা আমাদেরও ।