মঙ্গলবার পুন্ডিবাড়ি কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে Eastern regional agricultural fair- এর উদ্বোধনের জন্য বিজেপি সাংসদ আমন্ত্রিত ছিলেন ।   সন্ধ্যায় পুন্ডিবাড়ী কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মেলার গেটের বাইরে থেকে বিজেপি বিরোধী স্লোগান দিতে থাকে। 

এমত অবস্থায় বিজেপি সমর্থকরা তাদের হুমকি দেয় বলে ছাত্রছাত্রীরা অভিযোগ জানিয়েছে। ছাত্র-ছাত্রীরা জানিয়েছে-পরবর্তী সময় কিছু মুখোশধারী গুন্ডা বাহিনী তাদের দিকে তেড়ে আসে। তারা তৎক্ষণাৎ সেখান থেকে প্রাণ সংশয়ে হোস্টেলে ফিরে আসে। তারা জানায় হোস্টেলের আসে পাশেও কিছু মুখোশধারী গুন্ডা তাদের আক্রমণের চেষ্টা করে। এরপর ছাত্রদেরকে হুমকি এবং গুণ্ডাবাহিনীর দ্বারা শাসানোর বিরুদ্ধে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে দাঁড়িয়ে প্রতিবাদে লিপ্ত হয়। 

এই প্রতিবাদ চলাকালীন কিছু বহিরাগত দুষ্কৃতীরা তাদের উদ্দেশ্য করে পাথর ছোড়ে এবং পাথরের আঘাতে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র গুরুতর আহত হয়। এরকম বিশৃঙ্খল পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা আজ একটি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। কলেজ ক্যাম্পাসে বহিরাগত দুষ্কৃতীদের আক্রমণের বিরুদ্ধে তারা আজ সকলেই প্রতিবাদ মিছিল অংশ নেবে বলে জানিয়েছে।