সংবাদ একলব্য, কিশামত দশগ্রাম:
মায়ের মৃত্যু বার্ষিকীতে প্রকাশিত হল প্রত্যন্ত গ্রাম জীবন থেকে উঠে আসা কবি সুবোধ রায়ের কাব্য গ্রন্থ "সংগ্রামী হাতিয়ার"। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক সাধন সিংহ সহ এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বর্গ। প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা চড়াই উৎরাই জীবন যাত্রার অন্যতম ফসল এই কাব্যগ্রন্থ বলে জানিয়েছেন কবি সুবোধ রায়। 

এ প্রসঙ্গে সাধন সিংহ  জানিয়েছেন "কবি তার চলার পথে যা দেখেছেন তাই তুলে ধরার চেষ্টা করেছেন। "কবিতার বিষয়বস্তুতে মার্কসবাদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে বলে অনেক মনে করেন।