হোবার্ট ইন্টারন্যাশনালে মহিলা ডাবলসের ফাইনালে উঠলেন সানিয়া মির্জা ও নাদিয়া কিচেনক । 

সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের মেরি বোজকোভা এবং স্লোভেনিয়ার তামারা জিদানসেককে ৭-৬ (৩), ৬-২ সেটে হারিয়েছেন তাঁরা। 

এক ঘণ্টা চব্বিশ মিনিট চলে ম্যাচে। ম্যাচটিতে ইন্দো-ইউক্রেনীয় জুটির ১৫ টি ব্রেক পয়েন্ট ছিল এবং যদিও তার মধ্যে মাত্র চারটে তারা কাজে লাগাতে পারে। যদিও শেষ পর্যন্ত স্ট্রেট সেটে ম্যা জিতে নেয় সানিয়ারা।