হোবার্ট ইন্টারন্যাশনালে মহিলা ডাবলসের ফাইনালে উঠলেন সানিয়া মির্জা ও নাদিয়া কিচেনক ।
সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের মেরি বোজকোভা এবং স্লোভেনিয়ার তামারা জিদানসেককে ৭-৬ (৩), ৬-২ সেটে হারিয়েছেন তাঁরা।
এক ঘণ্টা চব্বিশ মিনিট চলে ম্যাচে। ম্যাচটিতে ইন্দো-ইউক্রেনীয় জুটির ১৫ টি ব্রেক পয়েন্ট ছিল এবং যদিও তার মধ্যে মাত্র চারটে তারা কাজে লাগাতে পারে। যদিও শেষ পর্যন্ত স্ট্রেট সেটে ম্যা জিতে নেয় সানিয়ারা।
Nadiia Kichenok and @MirzaSania advance to the @HobartTennis doubles final!— WTA (@WTA) January 17, 2020
They defeat Zidansek and Bouzkova 7-6(3), 6-2. pic.twitter.com/mW1cFFraCx
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊