"পশ্চিমবঙ্গে একটি সার্কাস চলছে। রাজ্যে দুটি ভবন রয়েছে। একটি রাজভবন (গভর্নর হাউস) এবং নবান্ন ভবন (মুখ্যমন্ত্রীর কার্যালয়)। তাঁরা এই দুটি ভবনের মাথা এবং তাঁরা দু'জনই সার্কাসের জোকার ।" 

আজ মেদিনীপুরে নারগিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এক সভায় এই মন্তব্য করলেন লোকসভার কংগ্রেসের দলনেতা ও বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী । 

লোকসভায় কংগ্রেসের দলনেতা হিসাবে নির্বাচিত হওয়ার পরে এই প্রথম মেদিনীপুরে এলেন অধীর চৌধুরী। দলের এক সভায় ভাষণ দেন তিনি। এছাড়া অধীরকে সংবর্ধনা দিয়েছেন কংগ্রেস নেতা, কর্মীরা।