সীমান্তবর্তী এলাকা দিনহাটার রংপুর রোডে গিতালদহের চাইলনদহে স্টুডেন্ট গাইড সেন্টার প্রাঙ্গনে গিতালদহ জন জাগরন সংঘের উদ্যোগে ২৩শে জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। পতাকা উত্তোলন ও নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কোচবিহার জেলা ক্রীড়া সম্পাদক শ্রী বিষ্ণুব্রত বর্মন মহাশয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ইনটেনডেন্ট শ্রী রঞ্জিত মণ্ডল মহাশয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিতালদহ-২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীমতী বিথিকা রায় বর্মন। এছাড়াও, উপস্থিত ছিলেন গিতালদহ-২ নং গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মনসুর আলী, শিক্ষারত্ন পুরষ্কার প্রাপ্ত শিক্ষক বিনোদ বিহারী রায়, দিনহাটা ১নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পরিক্ষিৎ বর্মন এবং দিনহাটা ব্লাড গ্রুপ সোসাইটির সম্পাদক উত্তম সাহা প্রমুখ।
নেতাজীর জন্ম বার্ষিকীতে ৫ম বর্ষের এই অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও, দুঃস্থ, গরীব মানুষদের শীতবস্ত্র প্রদান করা হয়। এদিন ৩২জন মানুষ রক্ত দান করে। রক্তদাতাদের গাছ ও সার্টিফিকেট প্রদান করা হয়। এরপরেই ৪২ জন দুঃস্থ মানুষকে বস্ত্র প্রদান করা হয়।
এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে বাউল গানের আসর বসে। এই অনুষ্ঠান উপভোগ করতে শিশু থেকে বৃদ্ধ সকলেই প্রচন্ড ঠাণ্ডাকে উপেক্ষা করে হাজির হয়েছেন। এদিনের অনুষ্ঠানকে ঘিরে সকলের মধ্যেই বেশ উত্তেজনা লক্ষ করা যায়। স্টুডেন্টস গাইড সেন্টারের আয়োজনে গিতালদহ ইউনাইটেড ক্লাব, পরমানন্দ ব্রাইট ক্লাব, দাদাভাই সংঘ ও দিনহাটা ব্লাড গ্রুপ সোসাইটির সহযোগিতায় এদিনের অনুষ্ঠান সাফল্য মণ্ডিত হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊