১৯৫৬ সালের ১৯ অক্টোবর জন্ম ধরম সিং দেওল তথা ধর্মেন্দ্রর প্রথম সন্তান সানি দেওল। গত নির্বাচনে বিজেপি-র হয়ে পঞ্জাবের গুরদাসপুর থেকে দাঁড়িয়েছিলেন। কংগ্রেস প্রতিপক্ষকে হারিয়ে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।
অথচ নির্বাচনে জয়লাভের পর স্থানীয় মানুষ তাঁর দেখা পাচ্ছেন না বলে অভিযোগ। আর তাই পাঞ্জাবের গুরুদাসপুরের রাস্তা-ঘাটে পোস্টার পড়েছে - "নিখোঁজ সানি দেওল"
Punjab: 'Missing' posters of Sunny Deol, BJP MP from Gurdaspur constituency, seen in Pathankot pic.twitter.com/SHGpMsxlaq— ANI (@ANI) January 13, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊