ঘাড়ের কাছে কড়া নাড়ছে মাধ্যমিক পরীক্ষা। প্রস্তুতি নিশ্চয় তুঙ্গে। এই মুহূর্তে কিছু প্রশ্ন দিচ্ছি। এগুলো বাড়িতে ঘড়ি দেখে উত্তর করবার চেষ্টা করো। আশাকরি কিছুটা হলেও কাজে লাগবে। 



১। সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১x১৭=১৭ 
১.১] “তোর পেটে পেটে এত।”- কে বলেছে? 
ক] তপনের বাবা খ] তপনের মা গ] তপনের মাসি ঘ] তপনের কাকা 
১.২] ‘সেটা পূর্ব জন্মের কথা’- কথাটি কি? 
ক] রিপু ছিল খ] দয়া ছিল গ] ক্ষোভ ছিল ঘ] করুণা ছিল 
১.৩] “লল্লাটের লেখা তো খন্ডাবে না।”- কে বলেছে? 
ক] রামদাস খ] অপূর্ব গ] গিরীশ ঘ] নিমাইবাবু 
১.৪] “সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল”- কে 
ক] কালিয়া খ] জগা গ] একটি ছেলে ঘ] একটি মেয়ে 
১.৫] “বড়ো ভয় করিতে লাগিল নদেরচাঁদের।”- ভয়ের কারন ছিল- 
ক] অন্ধকার খ] বৃষ্টি গ] নদীর প্রতি হিংসা ঘ] নদীর জলস্ফীতি 
১.৬] “ধরে গেল আগুন”- কোথায় 
ক] অরন্যে খ] জনবসতিতে গ] ফসলের খেতে ঘ] সমতলে 
১.৭] শঙ্খঘোষের ছদ্মনাম- 
ক] শ্রীপান্থ খ] রুপদর্শী গ] কুন্তক ঘ] কুন্তল 
১.৮] “সেই হোক তোমার সভ্যতার শেষ পূন্যবাণী।” পূণ্যবাণী হল- 
ক] ক্ষমা কর খ] দয়া কর গ] করুণা কর ঘ] স্নেহ কর 
১.৯] “গান দাঁড়াল ঋষিবালক”- ঋষিবালক এখানে- 
ক] পবিত্রতার প্রতীক খ] হিংসার প্রতীক গ] যুদ্ধ জয়ের প্রতীক ঘ] প্রতিরোধের প্রতীক 
১.১০] ‘অভিধা’ যে অর্থ প্রকাশ করে তা হল- 
ক] বিস্মৃত খ] সংক্ষিপ্ত গ] বিকৃত ঘ] আভিধানিক 
১.১১] বাঙালি সাংবাদিকদের ‘বাবু কুইল ড্রাইভারস’ বলেছিলেন- 
ক] লর্ড আর্মহার্স্ট খ] লর্ড কার্জন গ] লর্ড ওয়েলেসলি ঘ] লর্ড ক্যানিং 
১.১২] ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি- নিম্নরেখ পদটি কোন সমাস- 
ক] অব্যয়ীভাব খ] নঞ তৎপুরুষ গ] দ্বন্দ্ব ঘ] কর্মধারয় 
১.১৩] ‘পরকে করিলে আপন’- ‘পরকে’ কর্মটি হল- 
ক] মুখ্যকর্ম খ] গৌণ কর্ম গ] উদ্দেশ্য কর্ম ঘ] বিধেয় কর্ম 
১.১৪] ‘যখন সূর্য ওঠে তখন সকাল হয় এবং অন্ধকার দূর হয়।’- গঠনগত দিক থেকে বাক্যটি হল- 
ক] সরল খ] যৌগিক গ] জটিল ঘ] মিশ্র 
১.১৫] “খাঁটি গরুর দুধ খেতে হবে।”- কোন শর্ত লঙ্ঘিত- 
ক] যোগ্যতা খ] আকাঙ্খা গ] আসত্তি ঘ] একটিও না 
১.১৬] বাচ্যে প্রধানত কার রুপের পরিবর্তন হয়ে থাকে- 
ক] ক্রিয়া খ] কর্তা গ] কর্ম ঘ] পদের 
১.১৭] সমাস হতে গেলে কমপক্ষে ………………. পদের দরকার। শূন্যস্থান পূরণ কর। 
ক] পাঁচটি খ] দুটি গ] তিনটি ঘ] চারটি 
২। কম-বেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাওঃ ১x১৯=১৯ 
২.১ যে কোন চারটি প্রশ্নের উত্তর দাওঃ [৪x১=৪] 
২.১.১ “সারা বাড়িতে শোরগোল পরে যায়”- কেন? 
২.১.২ “একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল”- কোথায়, কখন হল্লা বেজে উঠেছিল? 
২.১.৩ “বড়োবাবু হাসিতে লাগিলেন”- হাসার কারন কি ছিল? 
২.১.৪ ‘অদল বদল’ গল্পটি কোন গল্প সংকলন থেকে গৃহীত? 
২.১.৫ “সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল”- কেঁদে ফেলার কারন কি? 

২.২ যে কোন চারটি প্রশ্নের উত্তর দাওঃ ৪x১=৪ 
২.২.১ ‘শ্রীযুত মাগন গুনী’- ‘মাগন গুনী’ কে? 
২.২.২ ‘হা ধিক্‌ মোরে।’ বক্তা কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন? 
২.২.৩ ‘আসছে এবার অনাগত’- অনাগত কীভাবে আসবে? 
২.২.৪ ‘দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে’- ‘মানহারা মানবী’ কাকে বলা হয়েছে? 
২.২.৫ ‘হাত নাড়িয়ে বুলেট তাড়াই’- কথার অর্থ কি? 

২.৩ যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাওঃ ৩x১=৩ 
২.৩.১ ‘শৈলজানন্দ বলেছিলেন’- কি বলেছিলেন? 
২.৩.২ “ফাউন্টেন পেনের এক বিপদ”- বিপদটি কি? 
২.৩.৩ ‘নানা ক্রুটি হতে পারে’- কেন ক্রুটি হতে পারে? 
২.৩.৪ ‘এ রকম বর্ণনা বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ’- ‘এ রকম বর্ণনা’ বলতে কি রকম বর্ণনার কথা বলা হয়েছে? 
২.৪ যে কোন আটটি প্রশ্নের উত্তর দাওঃ ৮x১=৮ 
২.৪.১ শূন্য বিভক্তি কাকে বলে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 
২.৪.২ ‘তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি।’- নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় কর।
২.৪.৩ সমস্তপদ কাকে বলে? এর অন্য নাম কি? 
২.৪.৪ ‘তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া।’- নিম্নরেখ পদটির সমাস নিষ্পন্ন কর। 
২.৪.৫ ‘ক্রিয়া খণ্ড’ কাকে বলে, উদাহরণ দাও। 
২.৪.৬ ‘গান তো জানি একটা দুটো।’- নস্ত্যর্থক বাক্যে পরিণত কর। 
২.৪.৭ কর্মবাচ্য কাকে বলে, উদাহরণ দাও। 
২.৪.৮ ‘বধূরা প্রদীপ তুলে ধরো।’ ভাববাচ্যে পরিবর্তন কর। 
২.৪.৯ অনুক্ত কর্তা কাকে বলে, উদাহরণ দাও। 
২.৪.১০ ‘বিভক্তি’ শব্দটির বুৎপত্তি নির্ণয় কর। বাংলায় বিভক্তির সংখ্যা কয়টি? 

৩। প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০ টি শব্দে উত্তর দাও। ৩+৩=৬ 
৩.১ যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ ১x৩=৩ 
৩.১.১ ‘শুধু জল ফোটে, ভাত ফোটে না’- কার সম্পর্কে একথা বলা হয়েছে? তাতে ভাত ফোটে না কেন? ১+২=৩
৩.১.২ ‘ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে’-‘ও’ বলতে কাকে বোঝানো হয়েছে? সে কাকে কি শিখিয়েছিল? ১+২=৩ 
৩.২ যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ ১x৩=৩ 
৩.২.১ ‘যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেড়িয়ে এল’- এখানে কাদের পশু বলা হয়েছে? গুপ্ত গহ্বর বলতে কি বোঝানো হয়েছে? 
৩.২.২ ‘সেই মেয়েটির মৃত্যু হল না’ কোন মেয়েটির কথা বলা হয়েছে? কেন তার মৃত্যু হয়নি? ১+২=৩ 

৪। কম বেশি ১৫০ শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫ 
৪.১ ‘তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন’- ‘আজ’ বলতে কোনদিনের কথা বলা হয়েছে? তপনের এমন মনে হওয়ার কারন কি? ৪+১=৫ 
৪.২ ‘কেবল আশ্চর্য সেই রোগা মুখের উদ্ভূত দুটি চোখের দৃষ্টিকে বক্তার কেন আশ্চর্য মনে হয়েছিল তা ঘটনাক্রমে বিবৃত কর। ১+৪=৫ 

৫। কম বেশি ১৫০ শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫ 
৫.১ ‘বজ্রশিখার মশাল জ্বেলে আসছে ভয়ংকর।’- এখানে কাকে, কেন ‘ভয়ংকর’ বলা হয়েছে? ‘ভয়ংকর’ কীভাবে আসছে কবিতা অবলম্বনে লেখ। ২+৩=৫ 
৫.২ ‘পঞ্চকন্যা পাইল চেতন।’ ‘পঞ্চকন্যা’ কারা? তারা কীভাবে চেতনা ফিরে পেয়েছিলেন তা নিজের ভাষায় লেখ। ২+৩=৫ 

৬। কম বেশি ১৫০ শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫ 
৬.১ ‘আলংকারিকগন শব্দের ত্রিবিধ কথা বলেছেন।’- এই তিন ধারা কি কি ? তিন ধারা সম্পর্কে আলোচনা কর। 
৬.২ ‘আমার মনে পরে প্রথম ফাউন্টেন কেনার কথা।’- বক্তার প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা বিবৃত কর। ফাউন্টেন পেন কলমের দুনিয়ার কীভাবে বিপ্লব ঘটিয়েছিল তার পরিচয় তুলে ধরো। ২+৩=৫ 

৭। কম বেশি ১২৫ শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ ৪ 

৭.১ ‘মনে হয়, ওর নিশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প’- যার সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা কর। ৪ 
৭.২ ‘জানি না, আজ কার রক্ত সে চায়। পলাশি, রাক্ষসী পলাশি।’- ‘পলাশি’ নামকরন কেন? এই উক্তিটির তাৎপর্য লেখ। ১+৩=৪ 

৮। কম বেশি ১৫০ শব্দে যে কোন দুটি প্রশ্নের উত্তর দাওঃ ২x৫=১০ 
৮.১ দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা কর। ৫ 
৮.২ ‘মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতীর কাছে মেডেলের দাম অনেক’ কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? উক্তিটির মর্মার্থ বুঝিয়ে দাও। ২+৩=৫ 
৮.৩ ‘ওইটেই তো আমিরে, যন্ত্রণাটাই তো আমি’- বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর। ১+৪=৫ 

৯। বাংলায় অনুবাদ করোঃ ৪ 

Man is the maker of his own fortune. We cannot make our fortune or cannot propose in life if we are afraid of labor. Some people think that success in life depends on luck or chance. Nothing like that can be farther from the truth. Hard labour is needed to achieve success in every walk of life. 

১০। কম বেশি ১৫০ শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫ 
১০.১ বিদ্যালয়ে পালিত ‘নির্মল বিদ্যালয় অভিযান’ সম্পর্কে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন লেখ। 
১০.২ মাধ্যমিকের পর কি নিয়ে পড়বে এবং কেন- এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা কর। 

১১। কম-বেশি ৪০০ শব্দে যে কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা করঃ ১০ 
১১.১ প্রাত্যহিক জীবনে জল ও তার সংরক্ষন। 
১১.২ দু-শত জন্ম বর্ষের আলোকে বিদ্যাসাগর 
১১.৩ বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ 
১১.৪ চরিত্র গঠনে খেলাধূলার ভূমিকা। 



Print Friendly and PDF