ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দেশের অন্যতম সেরা অধিনায়কও বটে। দেশকে দু-দুটি বিশ্বকাপ এনে দিয়েছেন। কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন। বহুদিন ধরেই এমএস ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। ২০১৯-এ অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পর থেকে কোনও ফরম্যাটেই আন্তর্জাতিক স্তরে খেলেননি এই ক্রিকেটার। যদিও বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেছেন এটা ধোনির ব্যক্তিগত সিদ্ধান্ত। যদিও ক্রিকেটারদের ক্যাটেগরি অনুযায়ী চুক্তিবদ্ধ তালিকা অন্য কথাই বলছে। 

বার্ষিক পারিশ্রমিকের নিরিখে প্রতিবছর এই তালিকা প্রকাশ করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দলে অভিজ্ঞতা ও পারফরম্যান্সের বিচারে বিসিসিআই (BCCI) এই চুক্তিবদ্ধ তালিকা তৈরি করে প্রতিবছর। বৃহস্পতিবার প্রকাশিত এই বছরের তালিকা থেকে বাদ পড়েছে মহেন্দ্র সিং ধোনির নাম। এর আগে এ ক্যাটেগরি ভুক্ত ছিলেন ধোনি। অক্টোবর ২০১৯ থেকে সেপ্টেম্বর ২০২০, এই সময়ের মধ্যে ক্যাটাগরি A+, A , B এবং C এর যে তালিকা প্রকাশিত হয়েছে, তার কোথাও নেই ধোনির নাম। জাতীয় দলের ২৭ জন ক্রিকেটারের এই তালিকাভুক্ত হয়েছেন। যাঁদের মধ্যে A+ ক্যাটেগরির ক্রিকেটার বার্ষিক ৭ কোটি; A ক্যাটেগরির ক্রিকেটার বার্ষিক ৫ কোটি, B ক্যাটেগরির ক্রিকেটাররা যথাক্রমে বার্ষিক ৩ কোটি এবং C ক্যাটেগরির ক্রিকেটাররা এক কোটি করে পারিশ্রমিক পেয়ে থাকেন।
প্রসঙ্গত এই তালিকায় নাম নেই দীনেশ কার্তিক, আম্বাতি রায়াডু ও খলিল আহমেদ এরও।

সময়সীমাগ্রেড A প্লাসগ্রেড Aগ্রেড Bগ্রেড C
অক্টোবর ২০১৯ থেকে সেপ্টেম্বর ২০২০৭ কোটি৫০ মিলিয়ন৩ কোটি১ কোটি
গ্রেডসিরিয়াল নম্বরখেলোয়াড়দের নাম
A +বিরাট কোহলি
রোহিত শর্মা
জসপ্রীত বুমরাহ
গ্রেডসিরিয়াল নাম্বার খেলোয়াড়দের নাম
A1রবিচন্দ্রন অশ্বিন
2রবীন্দ্র জাদেজা
3ভুবনেশ্বর কুমার
4চেতেশ্বর পুজারা
5অজিঙ্ক রাহানে
6কেএল রাহুল
7শিখর ধবন
8মহম্মদ শামি
9ঈশান্ত শর্মা
10কুলদীপ যাদব
11ঋষভ পন্থ
গ্রেডসিরিয়াল নাম্বারখেলোয়াড়দের নাম
B1ঋদ্ধিমান সাহা
2উমেশ যাদব
3যজুবেন্দ্র চহেল
4হার্দিক পাণ্ডিয়া
5ময়ঙ্ক আগরওয়াল
গ্রেডসিরিয়াল নাম্বারখেলোয়াড়দের নাম
Cকেদার জাধব
নভদীপ সাইনি
দীপক চাহার
মনীষ পান্ডে
হনুমা বিহারী
শার্দূল ঠাকুর
শ্রেয়স আইয়ার
ওয়াশিংটন সুন্দর
চার নম্বরে ভারতীয় দলের হয়ে খেলা শ্রেয়স আইয়ারকে গ্রেড সি-র তালিকায় রাখা হয়েছে। কেদার জাধব এখন গ্রেড সি-তে চলে এসেছেন। সমস্ত তরুণ খেলোয়াড়দের সি গ্রেডে রাখা হয়েছে। যদিও এই তালিকা দেখে আরও কিছু খেলোয়াড় নিরাশও হবে। যাদের মধ্যে শুভমান গিল আর পৃথ্বী শ এর নাম রয়েছে। এই বছর ঋদ্ধিমান সাহা আর কেএল রাহুল নিজের প্রমোশন পেতে সফল হয়েছেন।