Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রথম হকি খেলোয়াড় হিসেবে 'ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার' রানি


পদ্মশ্রীর পর আরও একটি পালক জুড়ল ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপলের মুকুটে। প্রথম হকি খেলোয়াড় হিসেবে 'ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার' পুরস্কার জিতলেন রানি।

গত ২০ দিন ধরে ভোটাভুটি হয়। ভোট দেন বিশ্বের বিভিন্ন প্রান্তের অগণিত সমর্থক। এরপর বৃহস্পতিবার বিজয়ীর নাম ঘোষণা করেন ওয়ার্ল্ড গেমস। তাদের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, '২০১৯ সালের ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার হয়েছেন ভারতীয় হকির সুপারস্টার রানি! অভিনন্দন। চিত্তাকর্ষক ১,৯৯,৪৭৭ ভোট পেয়ে সেরা অ্যাথলিটের দৌড়ে স্পষ্টত বিজয়ী হয়েছেন রানি।'

এবার সর্বমোট ৭,০৫,৬১০ ভোটে পড়েছিল বলে জানিয়েছে ওয়ার্ল্ড গেমস।

রানি বলেন, 'এই পুরস্কার জেতা আমার কাছে সৌভাগ্য ও সম্মানের। যখন নিজের দেশ আপনার প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়, তখন সেটা সবসময়ই ভালো লাগে। আন্তর্জাতিক খেলার সংগঠনও সেই প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়, তখন আরও ভালো লাগে। যাঁরা আমায় ভোট দিয়েছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code