১২ই জানুয়ারি, ২০২০(ইং) রবিবার DCDO- র প্রতিষ্ঠা বর্ষপূর্তিতে স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মজয়ন্তীকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে স্থানীয় শহীদ হেমন্ত বসু মুক্ত মঞ্চে সকাল ১০ঃ৩০ মিনিট থেকে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হলো ২য় বর্ষ প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।
অঙ্কন, আবৃত্তি, প্রবন্ধ রচনা, যেমন খুশি সাজো প্রতিযোগিতার পাশাপাশি সন্ধ্যা থেকে আমন্ত্রিত শিল্পীদের নৃত্যানুষ্ঠান এবং গুণীজন সম্মাননা জ্ঞাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাজ- সংস্কৃতিকে সুন্দর ভাবে গড়ে তোলায় নিজ নিজ ক্ষেত্রে গুণান্বিত গুণীজন উত্তরের বিশিষ্ট কবি, লেখক মাননীয় শ্রী শুভাশিস দাশ, শিক্ষক তথা বিশিষ্ট সমাজকর্মী মাননীয় শ্রী সৈকত সরকার, বিশিষ্ট বেতার শিল্পী- ভাওয়াইয়া গীতিকার মাননীয়া শ্রীমতী মিনতি রায়, বিশিষ্ট ক্রীড়াবিদ মাননীয় শ্রী অজিত বর্মন, উত্তরের বিশিষ্ট বাচিক শিল্পী, নাট্যকার মাননীয় শ্রী নারায়ণ সাহা এবং পরিবেশ প্রেমী গাছ পাগল নামে খ্যাত পচা দা অর্থাৎ উমাশঙ্কর সরকার কে DCDO পক্ষ থেকে 'গুণীজন সম্মাননা- ২০২০' সম্মান প্রদান করা হয় বলে জানান দিনহাটা কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সম্পাদক রতন সাহা।
সংস্থার সদস্য বাপী গোস্বামী, তুতান পন্ডিত, অভিজিৎ পোদ্দার, মিঠুন সাহা, প্রভাতাংশু সাহা, অভীক সাহা, কিংসুক সাহা, তেজময় সাহা, মানিক সাহা প্রমুখরা স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আগামীতে স্বমীজির আদর্শে সমাজসেবামূলক বিভিন্ন সামাজিক কর্মসূচী বাস্তবায়িত করে যাবেন বলেন সংস্থার পক্ষ থেকে জানানো হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊