কোচবিহারের তুফান গঞ্জ থেকে শুরু হলো বিদ্যাসাগর এবং অক্ষয় কুমার দত্তের ২০০ বছরে ' বিদ্যাসাগর - অক্ষয় দত্ত  বিজ্ঞান অভিযান ' সাইকেল র‍্যালি। উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কার্যকরী সভাপতি অধ্যাপক সত্যজিত চক্রবর্তী। 

এই র‍্যালি আলিপুরদুয়ার - জলপাইগুড়ি হয়ে শিলিগুড়িতে মিলিত হবে আগামী ২৬ শে জানুয়ারী। উত্তর বঙ্গে আরও একটি সাইকেল র ্যালি মালদা - দঃ দিনাজপুর - উঃ দিনাজপুর হয়ে শিলিগুড়িতে মিলিত হবে আগামী ২৬ শে জানুযারী।


তথ্য ও ছবিঃ সৌরভ চক্রবর্তী